নেভাল ক্যাপ্টেন মোনা সিন্ডি

লিখেছেন লিখেছেন জনগনমন ২২ ফেব্রুয়ারি, ২০১৬, ০৭:১০:১৩ সকাল



পৃথিবীর সব মায়েদের জন্য রোল মডেল আর অফুরন্ত প্রেরণার উৎস মোনা সিন্ডি। হিজাব পরিধান আর নিয়মিত ধর্মচর্চা করলেই মানুষ অন্ধকার গুহাবাসী হয়ে যায় , সে ধারণাকে ভ্রান্ত প্রমাণ করে মোনা সিন্ডি Royal Australian Navy'র প্রথম মহিলা ক্যাপটেন এবং প্রধান ইঞ্জিনিয়ার হিসাবে নির্বাচিত হয়েছেন।

মাত্র চৌদ্দ বছর বয়সে মোনা পিতাকে হারান। তারপর মোনার মা'কে নিদারুন অভাব অনটনের মাঝে ৫ সন্তানকে নিয়ে সংসারের হাল ধরতে হয়।

নানা প্রতিকূলতার মাঝে শুরু হয় মোনার শিক্ষা। ইসলামিক পোষাকে স্কুলে যেতেন বলে শুণতে হতো নানা ব্যঙ্গ, বিদ্রুপ। তারপরও মোনা ২৩ বছর বয়সে Weapons Engineering রেকর্ড সংখ্যক নাম্বার নিয়ে পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রাখেন।

এরপর মোনা একের পর এক সাফল্যের সিঁড়ি অতিক্রম করে অস্ট্রেলিয়ার নেভির অন্যতম সম্মান এবং চ্যালেণ্জিং পদ Royal Australian Navy'র ক্যাপটেন হিসাবে নির্বাচিত হন।

প্রতিদিন ভোরে ফজরের নামাজ আর কোরআন তিলওয়াত করে মোনার দিন শুরু হয়। পাশাপাশি দু সন্তানের মা। সন্তান, সংসারের প্রতি পরিপুর্ণ যত্নবান।

উনার ব্যাগের মধ্যে রেখে দেন -ছোট একটা কোরআন শরীফ। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন-এটাই আমার বিশ্বাস। এটাই আমার সব প্রেরণার উৎস।

যে সব ধর্মান্ধ, মনে করে নারী শুধু গৃহবন্দী হয়ে থাকবে -তাদের জন্য মোনা একটা দারুন চপেটাঘাত।

আর যে সব মুক্তমনারা মনে করে- হিজাব পড়লেই নারী অন্ধকারের খাঁচায় বন্দী হয়ে গেলো-ইসলাম নারীকে শুধু পিছিয়ে রাখে, নারীর স্বাধীনতা খর্ব করে-তাদের মুখেও মোনা খুব জোড়ে একটা চপেটাঘাত করলো।

মোনা প্রমাণ করলো- অর্ধউলঙ্গ পোষাক পড়লেই একজন মেয়ে আধুনিক,মেধাবী হয়ে ওঠেনা। বরং শালীন, মার্জিত পোষাকেও যেকোন মেয়ে আধুনিক, উচ্চশিক্ষিতা,স্মার্ট হয়ে ওঠতে পারে।

ধর্মান্ধতার সমস্ত শৃঙ্খল ভেঙ্গে আর তথাকথিত মুক্তমনাদের মনোবৈকল্যকে অগ্রাহ্য করে এরকম মোনারাই প্রতিটি ঘর আলোকিত করুক। বড় দুঃসময়ে আপনি বিশ্বাসের বড় একটি দৃষ্টান্ত স্থাপন করলেন মোনা। আপনার জন্য সশ্রদ্ধ শ্রদ্ধা আর অভিনন্দন।

বিষয়: বিবিধ

১২৫০ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

360152
২২ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ১০:০৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২২ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১০:১৫
298525
জনগনমন লিখেছেন : মন্তব্যে উৎসাহিত করার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ।জাযাকাল্লাহ খাইর।
360180
২২ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০২:২৯
আবু জান্নাত লিখেছেন : দারুন লিখেছেন, জাযাকাল্লাহ খাইর
২২ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১০:১৫
298526
জনগনমন লিখেছেন : মন্তব্যে উৎসাহিত করার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ।জাযাকাল্লাহ খাইর।
360184
২২ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০৩:৩১
কুয়েত থেকে লিখেছেন : ইসলামে জ্ঞান অর্জনের মাধ্যমে শ্রেষ্টত্ব অর্জন করাটাই ফরজ করেছেন। এই বিষয়টি অনেক ইসলামী ব্যাক্তি তথা আলেমরা ও বুঝে নাই। লেখাটি ভালো লাগলো ধন্যবাদ আপনাকে
২২ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১০:১৪
298524
জনগনমন লিখেছেন : মন্তব্যে উৎসাহিত করার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ।জাযাকাল্লাহ খাইর।
360204
২২ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৯:৪৬
আফরা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ ।
২২ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১০:১৪
298523
জনগনমন লিখেছেন : মন্তব্যে উৎসাহিত করার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ।জাযাকাল্লাহ খাইর।
360207
২২ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১১:১৯
তবুওআশাবা্দী লিখেছেন : জনগনমন:অনেক ভালো লাগলো|এই ধরনের ঘটনা নিয়ে আরো লিখুন |
360213
২৩ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৪:৪৪
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম। শেয়ারের জন্য আন্তরিক শুকরিয়া!
360343
২৪ ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ০৪:২২
হতভাগা লিখেছেন : নেভিতে কি ''মহিলা না হলে চলেই না'' - এমন অবস্থা ?

সেখানে কি সে পুরুষ সহকর্মীদেরে থেকে আইসোলেটেড থাকে ? আল্লাহ যেখানে পর পুরুষদের সাথে হাসাহাসি করে কথে না বলে কথায় কিছুটা রুক্ষতা রেখে কথা বলতে বলেছেন যাতে যাদের মনে কু চিন্তা আসে তারা নিবৃত হতে পারে- সেটা মেনটেইন করা সম্ভব ?

স্ত্রী হিসেবে তার কর্তব্য হচ্ছে স্বামীর অবর্তমানে স্বামীর সংসারের হেফাজত করা আল্লাহর হেফাজতে মাধ্যমে - সেটা কি উনি যখন অফিসে থাকেন মেইনটেইন করতে পারেন ?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File