আল্লাহ্ ও তার বান্দাহ-র হক সম্পর্কিত একটি হাদীস
লিখেছেন লিখেছেন তারিক আজিজ ২২ ফেব্রুয়ারি, ২০১৬, ০৭:১০:৩০ সকাল
মু’আয ইবনে জাবাল (রাযিয়াল্লাহু আনহু) থেকে বর্নিত | নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) [তাকে] বললেন হে মু’আয তুমি কি জানো বান্দার কাছে আল্লাহর কি হক আছে? মু’আয বললেন আল্লাহ্ ও তার রাসূলই ভালো জানেন| নবী (সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, (বান্দার কাছে আল্লাহর হক হলো) সে তার ইবাদাত বা দাসত্ব করবে এবং তার সাথে অন্য কিছুকে অংশীদার বানাবে না| তিনি [নবী ( সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ] আবার বললেন, তুমি কি জানো আল্লাহর কাছে বান্দার হক কি? মু’আয ইবনে জাবাল বললেন, বিষয়টি আল্লাহ্ ও তার রাসূলই ভালো জানেন| নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, আল্লাহর কাছে বান্দার হক হলো আল্লাহ্ কর্তৃক বান্দাহকে আযাব না দেয়া|
(বুখারী শরীফ, হাদীস নং ৭৩৭৩, ৭৩৭৪, ৭৩৭৫)
বিষয়: বিবিধ
১১৩১ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন