- টুম্পামনির ছড়া
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৯ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:৪৩:৩৫ দুপুর
টুম্পমনি লিখবে ছড়া
বাবা যেমন লিখে
নিজের ছড়া লিখবে নিজে
কেউ দেবেনা শিখে।
ফুল পাখী ঋতুর ছড়া
নদ নদী খাল
থাকবে সবই তার ছড়াতে
মিষ্টি এবং ঝাল।
দশের ছড়া দেশের ছড়া
বাদ যাবেনা কিছু
টাট্টু ঘোড়ার লিখবে ছড়া
ছুটবে তার পিছু।
বিষয়: বিবিধ
১১১৪ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
-ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন