উদ্ভট, রুচিবিবর্জিত, অশ্লীল, যৌন সুড়সুড়িতে ভরপুর কিছু সংবাদ শিরোনাম এবং সাংবাদিক, লেখকদের কাণ্ডজ্ঞানহীনতা
লিখেছেন লিখেছেন গাজী সালাউদ্দিন ০৯ ফেব্রুয়ারি, ২০১৬, ১০:২৩:২২ সকাল
পিস জার্নালিজম মানে হল, ঘটনা ঘটবে, চেয়ে চেয় দেখবে, তারপর নানা আঙ্গিকে রঙ চং দিয়ে পরিবেশন করবে তা নয়, বরং ঘটনা ঘটার আভাস পেয়ে তা বন্ধে পজেটিভ সংবাদ পরিবেশন করবে অথবা তীব্রতা হ্রাশে চেষ্টা করবে। একটা সংবাদ পরিবেশনের আগে তার ভবিষ্যৎ প্রতিক্রিয়া, ফলাফল নেতিবাচক নাকি ইতিবাচক, সমাগ্রিক জীবনে কল্যাণ সাধন হবে নাকি অকল্যাণ বয়ে আনবে, সেসব মাথায় রাখা এবং সেভাবে সংবাদ তৈরি করাই পিস জার্নালিজম। আর এর ব্যত্যয় করলে অথবা বর্তমান সময়ে হরদম নিউজের নামে যা লিখা হচ্ছে, তা হল ইয়োলো জার্নালিজম।
যেমন, ‘দয়া করে কাউকে চুমু খাবেন না’, দীর্ঘ ৪ মিনিট ক্যাট-আদিত্যর চুম্বন, যৌনসঙ্গম করতে গিয়ে মৃত্যু ক্লায়েন্টের, সঙ্গেই আটকে রইলেন যৌনকর্মী ইত্যাদি নিঃসন্দেহে ইয়েলো জার্নালিজম এবং এসবের নেতিবাচক ফলাফলই বেশি।
হাঁটতে গিয়ে কার প্যান্টের পিছনের অংশ ছিঁড়ে গেল, কার জিপার খোলা রয়ে গেল, কোন নারী হঠাৎ বমি করে দিল আর তাতে গর্ভবতী হওয়ার আলামত পাওয়া গেল, কে অভিনয়ে পোশাক রাখল অথবা খুলেই ফেলল, কে অভিনয়ে দীর্ঘ চুম্বন করল, কোন পর্ন দেখলে জেল হবে আর কোনগুলো অনায়াসে দেখা যাবে, কোন পরিচালক মডেলকে টোপ দিয়ে ধর্ষণ করল, স্বামী-স্ত্রীর মাঝে বেড রুমে কি ঘটল, তা লিখলেই হয়ে যাচ্ছে নিউজ!
গণমাধ্যম সমাজের দর্পন, তাই নাড়ীর খবর হাঁড়ির খবর, একটু চুন খসলেও তার দেখা দর্পনে মিলতেই হবে! সবাই দর্পনে শালীন অশালীনভাবে উপস্থাপন করে যায়, অথচ দর্পনে সমাজের যেসব ত্রুটি ভেসে ওঠে, সেসব সারাতে, ত্রুটিমুক্ত করতে কয়টা নিউজ হয়? আর হলেও ভুল বিশ্লেষণ, বায়াজড হয়ে ব্যাখ্যা প্রদান, ভুল সমাধান তুলে ধরায় ত্রুটিগুলো আরও বেশি ছড়িয়ে পড়ে দিক্বিদিক। যেমন পতিতাদের কাছে মানুষকে যেতে নিরুৎসাহিত করে অথচ পতিতাবৃত্তিকে নিষেধ করেনা, ধর্ষকের কঠোর থেকে কঠোর শাস্তির সুপারিশ করে অথচ ধর্ষণের মাত্রা বেড়ে যাওয়া প্রকৃত কারণ, উপায় উপকরণ বন্ধে কোন ব্যবস্থা নেয়ার কথা বলেনা।
যৌন সুড়সুড়ির উপাদানে ভরা কিছু সংবাদ শিরোনাম :
জিকা আতঙ্ক, ব্রাজিল কার্নিভালে চুমু নিষিদ্ধ
৩ মাসের জন্য কোনো জন্ম নিয়ন্ত্রণকারী পিল খেতে পারি?
"দ্বিতীয় স্বামী বলে আমি নাকি কল গার্ল..."
"সাতাশ বছরের একটা ছেলে কতটুকুই বা নিজেকে কন্ট্রোল করতে পারে
অন্তর্বাস ব্যবহারের ১০টি সঠিক নিয়ম
মানুষতো কাঁচা মাছ খায়, পরিধেয় পোশাকটা পরতে গলদ্ঘর্ম হয়ে পণ্ডিতদের পাণ্ডিত্যের শরণাপন্ন হতে হবে! কার্নিভালে চুমু নিষিদ্ধ, আর সব জায়গায় চুমু খেতেই পারে। সবাই নিজ নিজ সংবাদ মাধ্যমকে প্রচার ও প্রসারের মাধ্যমে একে অন্যের থেকে ধরা ছোঁয়ার বাইরে নিয়ে যাওয়ার অসুস্থ প্রতিযোগিতায় ব্যস্ত, তাই মান, রুচিশীলতা,
সর্বজন গ্রহণযোগ্যতা ইত্যাদি বাছবিচার না করে সবার আগে সর্বশেষ সংবাদ পরিবেশন করাটাই তাদের কাছে মুখ্য বিষয়।
বেশিরভাগ নারীরা উপহারবিহীন ভ্যালেন্টাইন ডে তে প্রেমিককে ছেড়ে চলে যেতে পারে।
নারীর অন্তর্বাস চুরির অভিযোগে যুবক গ্রেফতার
এবার রোগ ধরবে অন্তর্বাস!
সেক্স কমানোর কোনো ঔষধ আছে কি?
কোন খাবারগুলো যৌনতাড়না শিথিল করে?
৪০০ নারীর সঙ্গে … অতঃপর একঘেয়ে বোধ করছেন তিনি
একটা উপহারের জন্য ভালবাসা নাই হয়ে যাবে, এমন ভালবাসা দিতে এবং নিতে পারে পতিতারাই, কেননা টাকার বিনিময়ে তারা সব করে সব পারে। টাকা ব্যতিত ওদের কাছে ভালবাসা মূল্যহীন। নারীর পোশাক নিয়ে সংবাদ প্রকাশে আহ্লাদের শেষ নেই। তাদের পোশাক নাকি রোগ ধরতে পারে! অবাধ যৌনতার কল্যাণে যখন পুরুষরা নপুংসকে পরিণত হচ্ছে, তখন কেউ কেউ অতিরিক্ত শক্তিতে বিরক্ত হয়ে কমানোর ঔষধ খুঁজছে!
আবার আবিষ্কার করেই চলেছেন কল্যাণকামী সাংবাদিক লেখকগণ, কোন খাবার সহবাসে শক্তি আনে আর কোন খাবার কমায়! যে সময় এইসব ফালতু জিনিস নিয়ে চিন্তায় ডুবে থাকা হয়, তার কিছু সময়ও যদি সৃজনশীল উদ্ভাবনী কাজে ব্যয় করা হয় তাহলে নিজে এবং সকলে উপকৃত হত।
মধুচক্রে গ্রেফতার ৬ সুন্দরী!
ভ্যালেন্টাইন ডে-তে বিয়ের প্রস্তাব : কিভাবে বুঝবেন তিনিই আপনার মনের মানুষ
কিভাবে এবং কেন যৌনতা বিষয়ক আলাপচারিতা প্রয়োজন?
৫টি মানসিক বাধা যা যৌনজীবনকে বিপর্যস্ত করে
লিজ টেইলরের বেডরুম থেকে
চুমু বিভ্রাট
যে শহরের প্রায় সবাই বাড়িতে নগ্ন থাকেন
আপনার শুভাকাঙ্ক্ষীর অভাব নেই। যৌনতা বিষয়ে জ্ঞান দিতে সাগ্রহে বসে আছে লেখকগণ। যত পণ্ডিত বিদগ্ধ বিশারদ উনারাই, আপনি আস্ত একটা হাঁদারাম, কিছুই জানেন না, তাই জ্যৌতিষিরা আপনাকে বলে দিচ্ছে কিভাবে বুঝে নেবেন ভ্যালেন্টাইন ডে-তে বিয়ের প্রস্তাবে আসল কে আর নকল কে! কোন শহরে নাকি সবাই নগ্ন থাকে, তা শুনে সবাই হুমড়ি খেয়ে পড়েছে! আমাজনের লোকেরা কাপড় পরে না অভাবে, আর সেখানে নাকি পরে না আরামে! এইসব নিউজ!!!!!!! আগ পিছ কিছুই ভাবেনা, পাওয়া মাত্রই পরিবেশন!
বিশ্বের সবচেয়ে সুন্দরী ৯ বছরের মেয়ে
অধিক সুন্দরী হওয়ায় বান্ধবীকে পেটালো ২ বান্ধবী! (ভিডিও)
সেক্স বইয়ের দাম ১৭ লাখ টাকা!
শরীর বিক্রি করে তরুণীর নেশার টাকা উপার্জন
জেনে নিন মেয়েরা যে কাজটি করলে স্বামীর আয়ূ কমে!
পোশাকের মাপের উপর নির্ভর করে না মেয়েদের সম্মান : বিদ্যা বালান
নববর্ষে চীনাদের ব্যাতিক্রমী বোনাস ‘সেক্স
যে তিন শ্রেনীর নারীকে বিয়ে করলে সংসারে আল্লাহর গজব নেমে আসবে.....
পণ্ডিতদের আল্লাহ ঐশী বাণীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন কোন নারীর সংসর্গ গজব, আর কোন নারীর সাথে সংসার স্বর্গ! কোন পাগলে বলেছে অথবা কিনেছে একটা বইয়ের দাম ১৭ লাখ, আর তাই হট নিউজ পত্রিকাগুলোতে! স্ত্রীর হাতে স্বামীর আয়ু! কিভাবে এমন উদ্ভট চিন্তা করতে পারে মানুষ!!!!
আবারো নগ্ন হলেন জোলি!
অন্তর্বাস ভুললেন অভিনেত্রী, পরে নিলেন জনসমক্ষেই!
এবার ফেসবুকে পরীর বিয়ের কাবিননামা এবং ঘনিষ্ঠ দৃশ্যের ছবি
যে ধরনের পর্ন দেখলে জেল নিশ্চিত
বিলিয়নেয়ার নারীর পাগলাটে জীবনযাপন
একটি আইফোনের জন্য সম্পূর্ণ নগ্ন হয়ে নাচলেন দুই বান্ধবী।
কে নগ্ন হল, আর কেই বা আবৃত করে রাখল, তা না জানলে না জানালেই কি নয়! পরী মনি কি আগে বিয়ে করে অপরাধ করে ফেলেছে? আর সে বিয়ে করলে আমার আপনার এতো মাথা ব্যথা কেন? বিয়েতো দোষের কিছু নয়। পর্ণতো পর্ণই, তার আবার ধরণ কি এবং ধরণের উপর ভিত্তি করে আলাদা শাস্তি!! দুই পাগল ল্যাংটা হয়েছে, আর আপনারাও সে পাগলামোতে শামিল হয়েছেন! এসবের যে কোন মানে নেই, এ কথা কি আপনার উপলব্দিতে আসেনা?
ভ্যালেন্টাইনে প্রকাশ্যে চুমু খেলেই জেল
সানি লিওনের সাথে প্রতারণা
স্বামী-স্ত্রীর ফেক আইডি, দেখা করতে গিয়ে বিপত্তি!
মাস্তিজাদেতে শুধুই সানি লিওনের শরীর
ফাঁস হল কাজল-শাহরুখের লিপ-লক! [ভিডিওসহ]
যৌনতা নিয়ে নারীদের গোপন জবানবন্দি!
"বিয়ের তেরো বছর পর স্ত্রী পুরানো প্রেমিকের সাথে চরম পর্যায়ে..."
কলকাতার যৌনপল্লীতে রাইমা সেন
অবৈধভাবে চুমু খাওয়াটাইতো অপরাধ, তা প্রকাশে অপ্রকাশ্যে কি! এক সানিকে নিয়ে কত শত নিউজ হল! সে সেলিব্রিটি, ভাল কথা, তাকে নিয়ে সংবাদ হতেই পারে, কিন্তু তার ভাল মন্দ সব কাজ নিয়ে সংবাদ পরিবেশনে উলঙ্গ ছবিগুলোই কেন দিতে হবে?????? তার ভাল কোন ছবি কি সংগ্রহে নাই?
তেমনি করে যারাই বিভিন্ন সময়ে বিভিন্ন স্ক্যান্ডালে জড়িয়ে পড়েছে, তাদের আগে পরের সব নিউজ পরিবেশন করতে গেলে একটা অরুচিকর ছবি সাথে পোস্ট করা চাইই চাই! কেন? সে পাপ করে যতটানা অপরাধ করেছে, তার লক্ষ কোটি গুন বেশি পাপ হচ্ছে আমার আপনার। তাদের নগ্ন, অর্ধ নগ্ন ছবি প্রদর্শনের মাধ্যমে পাপের বোঝাটাই ভারি করছি, সে খবর কি আছে?
সুস্থভাবে বেঁচে থাকা সবারই প্রাণের দাবী। তাই মানুষ স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে চায়। ইন্টারনেটের সহজ্যলভ্যতার কারণে হাতের দোর গোড়ায় সহজে তা পৌছেও যায়, কিন্তু স্বাস্থ্য নিয়ে সংবাদ বা টিপসগুলো আসলে কি স্বাস্থ্য টিপ্সের পর্যায়ে পড়ে? পেট ব্যথা নিয়ে লিখা, তাতে মেয়েদের খালি পেটের ছবি! ওজন কমানো নিয়ে টিপস, সেখানেও মেয়েদের খালি ভুড়ি, পিঠ, নিতম্ব!
ব্যায়াম নিয়ে টিপস, ছবি দেয়া অর্ধ নগ্ন মেয়ে শরীরের!আর যৌন স্বাস্থ্য টিপসেতো মেয়ে পুরুষের নগ্ন ছবিতে ভরপুর! এভাবে স্বাস্থ্য সচেতন লোকেরা সবাইকে সচেতন করতে কি খাবে কি পরবে, কিভাবে চলবে ফিরবে তা নিয়ে টিপস দিতে গিয়ে লিখার সাথে প্রাসঙ্গিকতা নেই, এমন সব নোংরা ছবি নিয়ে পোস্ট করে। কলুষিত সময়ে কলুষিত নোংরা মস্তিষ্ক থেকে রুচিশীল কথা, ভাবনা বের হবে, এমনটা আশা করাও আমার বেশি হয়ে যাবে।
আরও কিছু মানব প্রেমীর মানব দরদী সংবাদ বা পোস্ট :
গৃহিণীরা আজই ত্যাগ করুন এই ৫টি বাজে অভ্যাস!
চেহারার যৌবন ধরে রাখার ব্যাপারে যে ভুলগুলো বিশ্বাস করছেন আপনিও!
পেট এবং ঊরুর মেদ কমাতে সাহায্য করবে মাত্র একটি পানীয়!
সুন্দর ঘুমের জন্য যা যা করবেন
সকালে ঘুম থেকে ওঠা কেন এত কষ্টকর?
রান্নাঘর পরিষ্কার হলে স্লিম থাকবেন আপনি
ভীতিকর বসের ২৪টি লক্ষণ
যে ১০ খাবার কোন দিন খালি পেটে খাবেন না!!
মেয়েরা কখন অন্যায় পথে পা বাড়ায়?
যে কারণে ওজন কমানো নারীদের জন্যে বেশি কঠিন
মধ্যবয়সী মানুষই সবচেয়ে অসুখী
যে ৬টি ক্ষেত্রে 'না' বলাটা অতি জরুরি বিষয়
চরম বিরক্তিকর মানুষের ১০ বৈশিষ্ট্য
আপনি একা নন, অধিকাংশ মানুষই কর্মক্ষেত্রে অসুখী
সুখী হওয়ার অব্যর্থ ১৭ উপায় জেনে রাখুন
এই মানব দরদীদের অধিকাংশই এইসব বিষয়ে নূনতম জ্ঞান রাখেনা। কাজ নেই, সম্পাদকের নির্দেশ নিউজের সংখ্যা বাড়াতে হবে, পাঠকের দৃষ্টি চুম্বুকের মত আকর্ষণ করাতে হবে, তাই যেখান থেকে যা পায়, সুড়সুড়ি দিয়ে নিউজ করতেই থাকে, কিন্তু নিজের মেধা বুদ্ধি, চোখ কান খোলা রেখে ওদের সদ্ব্যবহার করে নয়, বরং কপি পেইস্ট করেই নিউজের ঝড় তুলতে থাকে।
মানুষ এখন প্রচুর নিউজ পাচ্ছে, এতো বেশি যে, পড়ে শেষ করতে পারেনা। কিন্তু গুণগত মানের অভাবে উপকার পাচ্ছে ছিটেফোঁটাই, আর উদ্ভটসব নিউজ পড়তে গিয়ে বিভ্রান্ত তো হচ্ছেই। এমনসব ফালতু কাজে সাংবাদিকদের সময় অপচয় কোনভাবেই কাম্য নয়।
অনেক কথাই বললাম, বলতে গেলে শেষ হবেনা, তবুও ক্ষান্ত দিতেই হবে। আর একটু বলে শেষ করি। আপনি মানব দরদী, সবার কল্যাণে নিজেকে রাখেন ব্যতিব্যস্ত। আমিও আপনার কল্যাণকামিতাকে শ্রদ্ধা করি, আপনি আপনার চেষ্টা সাধনা চালিয়ে যান, তবে চেষ্টা সাধনাটা সঠিক পথে হচ্ছে কিনা, আদৌ মানুষের কল্যাণ বয়ে আনছে কিনা, চেষ্টায় নামার আগে সে বিষয়গুলো ভাল করে যাচাই বাছাই করে নিলে পরিশ্রমটা পণ্ডশ্রমে পরিণত হবে না।
বিষয়: বিবিধ
৩৬০০ বার পঠিত, ৩২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেক ধন্যবাদ
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ প্রেরণাদায়ক এবং প্রথম মন্তব্যটি করার জন্য।
চাইলেই দুচার লাইন লিখা যায়, কিন্তু বাড়ানো খুব কঠিন কাজ, সে কঠিন কাজটি সহজ করতে আপনাদের অনুপ্রেরণা, দোয়া সবসময় সঙ্গে থাকবে আশা করি। সুন্দর মূল্যায়নের জন্য জাযাকাল্লাহু খাইর।
সাংবাদিকতাসহ সব কিছুতেই অন্ধ অনুকরণ অনুসরণ, সব নিজস্বতা একে একে হারিয়ে যাচ্ছে।
যথার্থই বলেছেন, পত্রিকাগুলো স্রেফ ব্যবসার জন্যই করা। তাই এমন যাচ্ছে তাই অবস্থা।
সততা,ন্যায় নিষ্ঠতা হল ডায়ালগ
আপনার সাথে সম্পূর্ণ একমত।
এরা সাংবাদিক নামের কলংক...ধন্যবাদ আপনাকে।
আপনি ঠিক বলেছেন।
আপনাকেও অনেক ধন্যবাদ ভাই দিল মোহাম্মদ মামুন।
আসল কথা হলঃ সংবাদপত্র ও সাংবাদিক এত বেড়েছে যে,প্রত্যেক ব্যক্তিই এক একজন সাংবাদিক, বিশেষ করে ফেসবুকের কল্যানে/অকল্যানে।
নিত্য নতুন আপডেট টু আপডেট তো দিতেই হবে, নতুবা চাকুরী যাবে বলে কথা আছে না!
তাই তো আমি আপনি, আবুজান্নাত সালাহউদ্দিন, ফেনী ও কুমিল্লার দু'জন মিলে সর্বমোট ছয়জনের হিসেব দেখিয়ে নিউজের পাতা ভরাট করাতেই ব্যস্ত।
সফল সাংবাদিক বলে একটা কথা আছে না!
যেমন ধরুন, এই ব্লগে অনেক ব্লগার বিভিন্ন নিউজ হুবহু কপি পেষ্ট করে ব্লগার বনে যাচ্ছেন। তেমনই আর কি!
অনেক অনেক ধন্যবাদ
আপনি ঠিক বলেছেন, কিছু একটা লিখতে হবে, তাই লিখা, কিন্তু কেন???? লিখলে কি লাভ, কাদের জন্য লিখছি আর কারাই বা উপকৃত হচ্ছে, আদৌ তারা আমার কাছে উপকার ভিক্ষা চাইছে কিনা, সেদিকে কোন খেয়াল নেই!
তাই তো আমি আপনি, আবুজান্নাত সালাহউদ্দিন, ফেনী ও কুমিল্লার দু'জন মিলে সর্বমোট ছয়জনের হিসেব দেখিয়ে নিউজের পাতা ভরাট করাতেই ব্যস্ত।
তামশা!
আজকে দেখলে দু একজন ব্যক্তি অনবরত কপি পেইস্ট করেই চলেছেন, মন্তব্য করেছি, জানিনা, উপলব্দি হবে কিনা।
আপনাকেও অনেক ধন্যবাদ, চাটগাইয়াটা দেশে বউ সন্তান নিয়ে মাস্তি করতেছে, আপনিও ঐখানে বসে আছেন কোন দু:খে, জান্নাতের কি বাবাকে কাছে পাবার স্বাদ আহ্লাদ নেই!
দোয়া চাই।
০ মাথায় ঠুকতেছে না , কেমনে কি ? লিংক দেন , খবরটা পড়ে আসি ।
http://www.anandabazar.com/international/elderly-man-dies-while-having-sex-with-prostitute-woman-got-stuck-with-the-client-s-corpse-dgtl-1.301941
আমার ইচ্ছে থাকে ব্লগে সময় দিতে কিন্তু সময় এবং সুযোগের অভাবে প্রযাপ্ত হয়ে উঠেনা। সুন্দর লেখার জন্য ধন্যবাদ।
মিডা করার দায়িত্ব থেকে আমরাও তো অব্যাহতি পাইতে পারিনা!!!! ঘুমাও তুমি ঘুমাও গো জান, ঘুমাও আমার কোলে, ভালবাসার নাও ভাসাব ভালবাসি বলে!
সুন্দর মূল্যায়নের জন্য ধন্যবাদ।
সময় এবং সুযোগের মাঝে সমন্বয় করে আসুন, লিখুন, ভাবনাগুলো ছড়িয়ে যাক সবার মাঝে।
"যারনাইলাজ"দের জ্বালায় ভালোমানুষেরা ঘর থেকে বের হতেও ভয় পায় এখন!!
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
আল্লাহ আমাদের ধৈর্য ধারণ করার তাওফীক দান করুন।
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ জনাব। জাযাকাল্লাহু খাইর।
সাংবাদিকতার তকমাধারী ব্যক্তিবর্গ সচেতন হবেন-এই প্রত্যাশা !
আপনার প্রত্যাশার বাস্তব রুপায়ন ঘটুক এই কামনা।
আপনাকে অনেক ধন্যবাদ ব্রাদার।
ব্লগে নিয়মিত হওয়ার অনুরোধ থাকল
-আমি নির্বাক!
-সাংঘাতিকতা আর কি?
না না না নির্বাক হওয়া যাবেনা। কথা কন ভাইসাব।
মন্তব্য করতে লগইন করুন