---- ঝড় ----

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৮ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:১৭:৪৭ দুপুর

অনেক চেষ্টায় ভুলতে ভুলতে পড়ছে মনে আবার

হরেক রকম চিন্তা এসে খেলছে আলো আধাাঁর।

সদর দরাজ বদ্ধ করে দিচ্ছি যতো লাগাম

ফাগুন মাসে বৈশাখী ঝড় দিচ্ছে হানা আগাম।


মন ভালো নেই মন ভালো নেই বৃষ্টি আসবে বলে

আকাশ পানে চেয়ে থাকি ভাসি নয়ন জলে।

রংধনু রং স্বপ্ন দিয়ে জাগালো প্রেম মিছে

ভুলের হিসেব দিচ্ছি ঘুরে মরিচিকার পিছে।

বিষয়: বিবিধ

৭৯৬ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

361344
০৫ মার্চ ২০১৬ রাত ০১:২৫
আশাবাদী যুবক লিখেছেন : জানে অন্তরজামী
০৫ মার্চ ২০১৬ দুপুর ০১:০১
299499
বাকপ্রবাস লিখেছেন : কমেন্ট কিন্তু দামি

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File