মন মানেনা

লিখেছেন লিখেছেন েমাবারক হােসন ০৮ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:১৪:৫৭ দুপুর



তুলির মাঝে রং জড়ালাম

আকতে প্রেমের ছবি

সেই তুলিতে রং ধরেনা

এখন কি যে করি!

সে কথা আজও মনে পড়ে

বুকের ভিতরে রঙ্গিন চাদরে মোড়ে

তিল তিল করে মুরতি গড়েছিলাম তারে।

আকাশ-পাতাল তফাৎ অনেক

তারাও অভিসারে সীমানায় মিশে যায়,

কাছে থেকেও দুরে সরে

জানিনা কি সুখ পায়।

সুখের আশা করতে গিয়েই তাকে মুরতি গঁড়া

প্রান নেই যার,তার কাছে সুখ চাওয়াটা

বেচে থেকেই মরা।

মরতে রাজি,ধরতে বাজি

সব যদি হয় মিছে,

বুঝেও আমি তবুও যেন অবুঝেরই পিছে।

বিষয়: সাহিত্য

১০৮৬ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

358916
০৮ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ১২:৩৯
বাকপ্রবাস লিখেছেন : Good Luck Good Luck Good Luck Good Luck Rose
358948
০৮ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৮:১২
েমাবারক হােসন লিখেছেন : অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File