স্বপ্নের মৃত্যু

লিখেছেন লিখেছেন েমাবারক হােসন ১৭ ফেব্রুয়ারি, ২০১৬, ১১:৩৭:১৬ সকাল

বিদায় নিবার আগে কিছই বলেল না তুমি

শুধু তোমার চোখে জন্ম নেওয়া আমার স্বপ্নগুলো,

আমার চোখে চোখ রেখে দিলে ফিরিয়ে।

মরিবার কালে কানে কানে স্বপ্নগুলো বলে গেল

ওর চোখে আর চোখ রেখ না,ওসব ছলনা।

আকাশের নীলে ফুরিয়ে যাও,দুর সীমানায় হারিয়ে যাও

যা কিছু দিবার দিয়ে বিদায় কর শুধু,

মায়াবী মুখের বাঁকা ঠোটের ছলনার কান্নায় ভুলনা।

ওর কান্না তোমায় ভাসাবে,ধুয়ে মুছে আবার অন্যকে হাসাবে।

আমি কোন কান কথায় কান দিইনি

চোখের দৃষ্টিকে করিনী অপলক।

হয়তো এ তোমার ক্ষনিকের অভিমান

তোমারে যে ভালবাসি শতরূপে শতবার

তোমার শত দোষ তাইতো বিবেচিত অনিবার।

কান কথায় আজ কান কাটলো,আসলেনা আর ফিরে

মানুষ ছিলে নাম লেখালে অমানুষের ভিড়ে।

যাও চলে যাও,পিছু ডাকবো না খাকবে শুভেচ্ছা।

কারও জন্য জীবন থেমে থাকেনা।

আমিও থেমে নেই,ভুল পথে দিশাহীন পথ চলা

যা হারিয়ে যায় তার ঘাটতি হয়না পূরণ,

যারে লাগে ভাল সে যাই হোক,তারে যায় না ভুলা।

বিষয়: সাহিত্য

১২৬২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File