ভিতর বাহির

লিখেছেন লিখেছেন েমাবারক হােসন ১১ ফেব্রুয়ারি, ২০১৬, ০৬:২৫:৩০ সন্ধ্যা

প্রেমে পড়ে বুঝেছি প্রেম দেয় ধোঁকা।

শুনেছি প্রেমের আগে মন থাকে সাদা

প্রেমে পড়লে সেই মন চোখের জলে কাদা।

বাধেনা কভূ সে এক ডালে বাসা

রাতে স্বপ্ন দেখায় দিনে ভাঙ্গে আশা।

তোমরা তারে যতই কর পুস্প মাল্য দান

সে শুধু জ্বালা দিবে জুড়াবেনা প্রান।

কেউতো দেখেনি তারে কি তার রূপ

কি মোহ তার মাঝে সবাই গিলে টোপ।

বাউলেরা দুতারায় তারই গীত গায়

শিল্পীরা মোহতানে আজও র্মূচ্ছা যায়।

আমিতো খুজিনা তারে গাইনা তার গান

তোমরা তারে উদার জানো আমি জানি পাষাণ।

বিষয়: সাহিত্য

১১২৪ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

359220
১১ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৬:৫৯
বিবর্ন সন্ধা লিখেছেন : বুছছি
ছেকা খাইছেন Rolling on the Floor Rolling on the Floor Tongue Tongue
359255
১১ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১১:৪১
আফরা লিখেছেন : আপনি তো ভাল কবিতা লিখেন !! ধন্যবাদ কবি ভাইয়া ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File