যদি আমার হতে
লিখেছেন লিখেছেন েমাবারক হােসন ১০ ফেব্রুয়ারি, ২০১৬, ০৯:৪৩:৫৭ সকাল
আশা ছিল তুমি আমার হলে
ভোরের কুয়াশায় হাটবো
ভেজা সরষে ফুল গায়ে মেখে।
অজানায় হারিয়ে যাব
তোমার হাতে হাত রেখে।
আশা আমার প্রতিহত
আসলে না আর কাছে,
কোনভাবেই সাধ মরেনা
আসবে তুমি হয়তো সন্ধ্যা সাজে।
ঘুম হয়ে থাকবে তুমি
দুই নয়নের মাঝে।
সন্ধ্যা হল জোনাক আলো
আকাশে তারার মেলা
নিচে আরাধনায় দাড়িয়ে একা
এত আনচান তবুও দিলেনা দেখা।
তোমার ওই মনটা
যতই হোক ধুলো মাখা পথ
পথিক হয়ে পথেরে করিব নিঃশেষ
করিলাম আজ শপথ।
বিষয়: সাহিত্য
৯৯৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন