প্রিয় ভাষা বাংলা ভাষা..
লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ১১ ফেব্রুয়ারি, ২০১৬, ০৫:৫২:০৩ বিকাল
প্রিয় ভাষা বাংলা ভাষা, মোদের প্রিয় মাতৃভাষা
এই ভাষাতে কথা বলে, জুড়াই মনের সকল আশা।
এই ভাষাতে কথা বলি, এই ভাষাতেই হাসি।
এই ভাষাতে স্বপ্ন মোরা দেখতে ভালবাসি।
এই ভাষাতে লেখা লেখি, এই ভাষাতে আঁকা আঁকি
ভাষার জন্য এমন ভালবাসা, কোথাও আছে কি?
আমার মায়ের বোনের ভাষা, পিতা এবং ভাইয়ের
বাংলা ভাষা তোমার আমার কুলি মজুর সকলের।
এই বাংলা ভাষার জন্য সালাম, বরকত, রফিক,
বায়ান্নের একুশে ফেব্রুয়ারীতে হয়েছিল শহীদ।
এমনি ভাবে ভাষার জন্য কেউ দেয় নি প্রাণ,
জীবন দিয়ে রেখেছে তারা মায়ের ভাষার মান।
এমন মধুর ভাষার লাগি অনেক গর্ব করি।
বাংলা ভাষা দানের জন্য খোদা তোমায় স্মরি।
=====
বিষয়: সাহিত্য
১৩৭৭ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মাতৃভাষার মমতা, মর্যাদা এবং টানই আলাদা।
চমৎকার হয়েছে মাশাআল্লাহ!!
মন্তব্য করতে লগইন করুন