আপনপর

লিখেছেন লিখেছেন সভ্যতা ১৭ ফেব্রুয়ারি, ২০১৬, ১১:১১:৪১ সকাল

যুগ যুগ ধরে আমরা আমাদের আপনজন দের সাথে থাকি।তারপরেও অনেক আপনজন আমাদের আপন হয়ে উঠে না।পর ই থেকে যায়।

আবার চেনা নাই জানা নাই, খানিক চাহনি,আর অল্প সময়ের দু'চারটে কথা তেই কোথাকার কোন আগন্তুক আমাদের অতি প্রিয়জন হয়ে উঠে, অতি আপন জন বনে যান।

আমরা মানুষ বলেই বোধয় এমন হয়।বন্যপ্রাণীদের বেলায় তা আর হয় না।

বিষয়: বিবিধ

১১৪০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File