মা আর সন্তানের "ধনুর্ভঙ্গপণ"
লিখেছেন লিখেছেন সভ্যতা ০৯ মার্চ, ২০১৬, ০১:২১:০৫ রাত
জনমদুখিনী মায়ের ভাঁজ পড়া কপালে সভ্যতার সর্বোৎকৃষ্ট চুমু একে দিয়ে সন্তান তার শোকার্ত হৃদয়ে আসে বিশ্ববিদ্যালয়ে। আসার পথ খুব পিচ্ছিল, মায়ের নয়নের বৃষ্টিস্নাত অবিরত। সন্তানের আঁখি জলে ছলছল। বিদায় বাঁশীর সুর বড্ড বেশি বেদনাবিধুর।হোক না সেটা সাময়িক, তাতে কি? বিদায় ত।
মায়ের আকাশছুঁয়া স্বপ্নে সন্তানের ধনুর্ভঙ্গপণে ছুটে চলা।
বিশ্ববিদ্যালয়ের নধর দেহের নয়নানন্দ নারীর বাহারি রঙের লিপস্টিকের ধুধু মরীচিকার অহেতুক মূর্ছায় প্রকম্পিত অর্বাচীন যুবকের হৃদয়। খানিক সময়ের তরে রিকশায় ছোট্ট সংসার (অবৈধ) বাধার বাধাহীন স্বপ্ন।
সভ্যতার বিদঘুটে আধুনিকায়নে গা ভাসিয়ে দেওয়ার নব্য অভিপ্রায়ে চলা চপল মনের স্বপ্ন।
পাঁচ টাকার ফ্রি সিংগারা খাওয়া আর ললনাদের অভিমুখে নষ্টা অভিমানীর সব মিছে দাপট দেখানোর "লালিত" স্বপ্ন। উদীয়মান নেতার তকমা লাগিয়ে স্বল্প আয়ের দোকানির কন্ঠশীতলকারী সিগারেটের পিছনদেশে সজোরে সুখটান দেওয়ার অমৃত স্বাদের স্বপ্ন।
এত্তসব স্বপ্নের ভিড়ে মা নামক ঐ অসহায় মানুষের স্বপ্ন মিছে মরীচিকা হয়ে যায়।পিচ্ছিল সেই পথ নিমিষেই শুকিয়ে যায়।
কোন একসময় সুন্দরি রমনীর ঘর (ঘরজামাই) হয় সন্তানের স্বপ্নের ঠিকানা।
আর সহায়সম্বল হীন মায়ের ঠিকানা হয় বৃদ্ধাশ্রম।
আল্লাহ তুমি আমদের এধরনের অবস্থায় ফেলোনা।আমিন
বিষয়: বিবিধ
১০৭৫ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন