বলধা গার্ডেনের কুকর্ম

লিখেছেন লিখেছেন সভ্যতা ১৯ ফেব্রুয়ারি, ২০১৬, ১১:০৬:১২ রাত

( কল্পনাপ্রসূত চিন্তারাজ্য থেকে চয়নকৃত)

বলধা গার্ডেন।সে কি লজ্জার ইতিহাস। যেখানে প্রতিনিয়ত 'মহান' সব কর্মসম্পাদন হচ্ছে চোখে না দেখলে নিজেকেই বিশ্বাস হবে না। মনে হবে সপ্ন।

এ যেন বলদ -বলদীর গার্ডহীন লীলাখেলার অভূতপূর্ব কারখানা।

কি মনে হচ্ছে?

লাইভ টেলিকাস্ট দেখতে গিয়েছিলাম......... না.........

কবি গুরু কবিতা লিখতে এখানে এসেছিলেন, লিখেও ছিলেন "ক্যামেলিয়া " কবিতা। তাই ভাবলাম দেখি যাই দু'কলম লিখতে পারি নাকি।

যা দেখলুম তাতে খুব কষ্টে দু'লাইন লিখতে পেরেছি....

"চলিতে চলিতে দেখিলাম খাসি

আমি তোমায় ভালোবাসি। "

এর চেয়ে ভালো সাহিত্য কর্ম বোধয় কবি গুরুও লিখতে পারতেন না।

পুনশ্চ :

এই ইতিহাস তো ছিলো না বলধা গার্ডেনের।তাই সাথে এর নিকট অতীতের ইতিহাস টুকুও দিলাম।

বলধা গার্ডেন

বলধা গার্ডেন ঢাকার ওয়ারী এলাকায়

অবস্থিত একটি উদ্ভিদ উদ্যান। এই উদ্যানে

প্রচুর দূর্লভ গাছপালা রয়েছে। তদানীন্তন

ঢাকা জেলা, বর্তমান গাজীপুর জেলার

বলধার জমিদার নরেন্দ্রনারায়ণ রায়

চৌধুরী ১৯০৯ খ্রিস্টাব্দে বলধা

গার্ডেনের সূচনা করেন। তিনি দুটি উদ্যান

তেরী করেন। প্রথম উদ্যানটির নাম রাখেন

"সাইকী"। পরবর্তিতে তৈরী করা হয়

দ্বিতীয় উদ্যান "সিবলী"। নরেন্দ্রনারায়ণ

রায় চৌধুরীর মত্যুর পর কোন এক সময়ে এ

দুটি উদ্যানকে সম্মিলিতভাবে "বলধা

গার্ডেন" নামে আখ্যায়িত করা হ'তে

থাকে। ৩.৩৮ একর জায়গার উপর এই উদ্যান

নির্মিত। নরেন্দ্রনারায়ণ এখানে একটি

পারিবারিক জাদুঘরও প্রতিষ্ঠা

করেছিলেন।

নামকরণ:

বিখ্যাত এই গার্ডেনের মালিক ছিলেন

জমিদার নারায়ণ চন্দ্র চৌধুরী। উনিশ

শতকের শেষের দিকে এটি ছিল বলধার

সেই জমিদারের বাগানবাড়ি। যা তখন

ঢাকার উচ্চবিত্তদের সাংস্কৃতিক কেন্দ্র

হয়ে উঠেছিল। নিয়মিত সেখানে বসতো

গান বাজনার আসর। ধারণা করা হয় বলধা

নাম থেকেই বলধা গার্ডেনের নামকরণ

হয়েছে।

ইতিহাস:

জমিদার নারায়ণ চন্দ্র চৌধুরী পৃথিবীর

বিভিন্ন দেশ থেকে নানারকম ফুলগাছ ও

অনান্য উদ্ভিদ এনে রোপন করেছেন নিজের

তৈরী এ গার্ডেনটিতে। বলধা গার্ডেন

প্রকৃতপক্ষে ফুল ও উদ্ভিদের একটি

মিউজিয়াম। তবে সত্যিকারের একটি

মিউজিয়ামও ছিল বলধা গার্ডেনে। তাতে

কয়েকটি ধাতব মূর্তি ছিল। বলধা

গার্ডেনে যেমন দেশ বিদেশের বিভিন্ন

উদ্ভিদ রয়েছে ঠিক তেমনি দেশ

বিদেশের খ্যাতিমান লোকেরা বলধা

গার্ডেন দেখতে আসতেন। এখনো বলধা

গার্ডেন নিয়ে ঢাকাবাসীর আগ্রহের

কমতি নেই। রবীন্দ্রনাথ ঠাকুরও বলধা

গার্ডেন পরিদর্শন করেছিলেন। তখন তিনি

এ গার্ডেনের বহু বিদেশী ফুলের বাংলা

নামকরণ করেছিলেন।

বিষয়: বিবিধ

১০৯০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File