- রোদেলা এবং ভয়!

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৭ ফেব্রুয়ারি, ২০১৬, ০২:১৮:০২ দুপুর



দূরে গেলে ফিল করি

কাছে এলে কিল করি

বলার কিছু বোধ করি

বলতে গিয়ে রোধ করি।

কাছে দূরের এই খেলা

শেষ হবে এই বেলা

ঢোক গিলে বলে ফেলা

ভালো লাগে রোদেলা।


রেগেমেগে লাল

ফুলে রেখে গাল

ভেবেছিলাম ঝাল

তুলে নেবে ছাল।

শরতের কাশে

দূলে হাওয়া আসে

চমকি উচ্ছাসে

সেও ভালোবাসে।


বিষয়: বিবিধ

৯৮০ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

358821
০৭ ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ০৪:১০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : রোদেলা তো ছিল সোনারবাংলা ব্লগে! নতুন আইল...
০৭ ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ০৫:১৯
297620
বাকপ্রবাস লিখেছেন : মুই কইতাম হারতামনা, সোনাতে আমি বেশীদিনের ছিলামনা, তারপর হাওয়া হয়ে গেছে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File