গার্মেন্টস শিল্পের সম্ভাবনাময় ভবিষ্যৎ

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ০৭ ফেব্রুয়ারি, ২০১৬, ০৩:২৭:৩০ দুপুর



দেশের রফতানি বাণিজ্যের একক প্রধান খাত তৈরি পোশাক শিল্প। এই শিল্পে এককভাবে নিয়োজিত আছে বৃহত্তম শ্রমশক্তি। এই খাতের বিস্তৃতি ঘটানো এবং আয় বৃদ্ধির যথেষ্ট সম্ভাবনা রয়েছে। কিন্তু বেশ কিছু সমস্যার কারণে এই খাতের প্রত্যাশিত ব্যাপ্তি ঘটানো সম্ভব হয়নি। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে পোশাক রফতানি থেকে ৫০ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বিজিএমইএ। এই লক্ষ্যমাত্রাকে কেউ কেউ উচ্চাভিলাষী বললেও লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব। এর জন্য বিদ্যমান অনেক সমস্যা দূর করতে হবে। বিশ্ব পোশাক বাজার এখন ৬৫০ বিলিয়ন ডলারের। বাংলাদেশ এর মাত্র ৫ শতাংশ সরবরাহ করে। এ হার ৮ শতাংশে উন্নীত করতে পারলেই ৫০ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব। তবে এর জন্য কর্মপরিবেশের উন্নয়ন ও বিনিয়োগ বাড়াতে হবে। এ দুটির উন্নয়ন ঘটলে উৎপাদন ও রফতানি বাড়বে। স্বাভাবিকভাবেই আয়ের লক্ষ্যমাত্রা অর্জন করা যাবে। বাংলাদেশে তৈরি পোশাকের প্রচলিত বাজারের পাশাপাশি নতুন বাজারে সাফল্য বাড়ানো জরুরি। অবশ্য পুরনো বাজারের চেয়ে নতুন বাজারে পোশাক রফতানিতে বাংলাদেশ ক্রমেই সাফল্য অর্জন করছে। সরকারের আন্তরিক প্রচেষ্টায় প্রচলিত বাজারে পোশাক রফতানির প্রবৃদ্ধি ১০ শতাংশ থেকে নতুন বাজারে প্রবৃদ্ধি ১৫ শতাংশের ওপরে পৌঁছেছে। যা আমাদের পোশাক শিল্পের জন্য ইতিবাচক।

বিষয়: বিবিধ

১২১৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File