- উপহার
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৬ ফেব্রুয়ারি, ২০১৬, ০৭:২৯:৫৪ সন্ধ্যা
টুম্পামনির জন্মদিনে
মস্ত বড় কেক
কেকের উপর একটা পুতুল
কেমন সুন্দর দেখ।
এটা সেটা খেলনা গাড়ী
সবার হাতে হাতে
ছুটোছুটি করছে সবাই
আনন্দতে মাতে।
এসো এসো সবাই এসো
কেক কাটার পালা
এদিক দাঁড়া হাস্নাহেনা
এদিক দাঁড়া মালা।
আসলো সবাই সঙ্গী সাথী
টুম্পা গেল কই?
এইতো ছিল একটু আগে
লাগলো হৈচৈ।
এই'যে দেখ টুম্পামনি
পড়ার টেবিল ঘেষে
বাবার দেয়া ছড়ার বইটা
পড়ছে কেমন হেসে।
বিষয়: বিবিধ
৭৬১ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তাই ভাবছি আপনার কাছ থেকে তালিম নেবো
মন্তব্য করতে লগইন করুন