ভুতের মুখে রাম নাম! !!!!!

লিখেছেন লিখেছেন চেতনাবিলাস ০৭ ফেব্রুয়ারি, ২০১৬, ১১:৪২:২৯ সকাল

মুক্তিযুদ্ধের চেতনার নামেই সব অরাজকতা চলছে : ইমরান

সরকার

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার বলেছেন,

‘মুক্তিযুদ্ধের চেতানার নামেই সব অরাজকতা চলছে।

মুক্তিযুদ্ধের চেতনা একটি পণ্য হয়ে দাঁড়িয়েছে। এটি

নিয়ে এখন সবাই ব্যবসা করছে। কিন্তু এর ভেতরে কী আছে

তা কেউ বলছে না।’

শনিবার বিকেলে রাজধানীর শাহবাগে ‘মুক্তিযুদ্ধের

চেতনা, বৈষম্যহীন ও অসাম্প্রদায়িকতা : কোন পথে আমরা’

শীর্ষক এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘যারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে বলে

মুখে ফেনা তুলছে তারাই মূলত চেতনার বিরোধিতা

করছে। দেশে আজ সর্বোচ্চ বিচারহীনতা বিরাজমান।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে গেলেও মানুষ

বিচার পাচ্ছে না।’

তিনি বলেন, ‘আজকে অর্থনীতি এগিয়ে যাচ্ছে বলে

দেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে দেখানো হচ্ছে এটা

একটা প্রতারণার মতো। এখনো এই শাহবাগে অনেক মানুষ

রাস্তায় ঘুমাচ্ছে, অথচ তাদেরও মধ্যম আয়ের দেশের একজন

হিসেবে দেখানো হচ্ছে।’

ইমরান এইচ সরকার বলেন, ‘আগে পাকিস্তান বাংলাদেশ

থেকে অর্থ পাচার করতো। কিন্তু এখনো কিছু ধনী লোক,

যারা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে তারাই হাজার

হাজার কোটি টাকা উন্নত দেশগুলোতে পাছার করছে।

সেখানে বাড়ি বানাচ্ছে, সম্পদের পাহাড় গড়ে তুলছে।

তাহলে, পাকিস্তান আর বাংলাদেশের মধ্যে পার্থক্য

কোথায়?’

উৎসঃ বাংলামেইল২৪

বিষয়: বিবিধ

১০০৬ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

358797
০৭ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ১২:৩৬
গাজী সালাউদ্দিন লিখেছেন : ব্লগারদের উপর কোপাকুপি চলছে, তাতে করে ইমরানের সুর পরিবর্তন হওয়াই স্বাভাবিক!
০৭ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০২:৪৩
297612
আহমাদুল্লাহ আল আহনাফ লিখেছেন : সুরঞ্জিত সেনওতো সুবহানাল্লাহ বলে। তাতে কি। ইনু মেননও তো হজ্জ করে তাতে কি। এটা বিষয় না যখন জীবন বাচে না তখন আবার নীতি
358805
০৭ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০১:৫৩
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ আপনাকে
358816
০৭ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০৩:২৪
বিবর্ন সন্ধা লিখেছেন : হা হা

Applause
358825
০৭ ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ০৪:১৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : উনার সোল এজেন্সি তে অন্য কেউ হাত দিচ্ছে কিনা!!
358845
০৭ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৬:৫১
হতভাগা লিখেছেন : মুক্তিযুদ্ধের চেতনার কথা তারাই বলে যারা যুদ্ধের সময় হয় ভারত পালিয়ে গিয়েছিল বা দেশে থেকে যুদ্ধে না গিয়ে ঘরে বসে গবেষণা চালিয়েছে বা লেফট রাইট করেছে ।

এরা নিজেদের ব্যর্থতা ঢাকতে মুক্তিযুদ্ধের চেতনাকে ঢাল হিসেবে ব্যবহার করছে , চেতনা নিয়ে ব্যবসা করছে । যারা সন্মুখ সমরে যুদ্ধে গিয়েছে তাদের চেতনাই আসলে মুক্তিযুদ্ধের আসল চেতনা।

চেতনার ব্যবসায়ীরা বিভিন্নভাবে ধান্ধা করে । ইমরানেরা একসময়ে সরকারী ফেভার নিয়ে ভালই ধান্ধা করে যাচ্ছিল । এখন তাদের চেয়েও বড় চেতনা ব্যবসায়ী + ধান্ধাবাজ আছে বিধায় ভাগ্যে এখন ডাল ভাতও জুটছে না আগে যেখানে ফ্রি বিরিয়ানী জুটতো।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File