- পুলিশ

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৬ ফেব্রুয়ারি, ২০১৬, ০৩:৫৪:৫৩ দুপুর

পুলিশ যখন রাজ্যের রাজা

মন যা চায় তা করবে

ইচ্ছে হলেই আগুন দেবে

তোমরা পুড়ে মরবে।

পুলিশ কিন্তু ম্যাজিক জানে

ধরুন আপনি একা

আপনার ফাঁকা পকেটটাতে

ইয়াবা যাবে দেখা।


পুলিশ মানে পুলিশইতো

অন্য কিছু নয়তো

যার কাঁধে বন্দুক রেখে

সরকার চলে হয়তো।

তাইতো পুলিশ রাজ্যের রাজা

মন যা চায় তা করবে

শেকল যদি পড়াতে চায়

সরকার কিন্তু নড়বে।


বিষয়: বিবিধ

৯৬১ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

358720
০৬ ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ০৪:২৩
হতভাগা লিখেছেন : পুলিশের কাজ সরকারী কাজ
দিলে তাতে বাঁধা
৫৭ তে ফাঁসবে তুমি
না দিলে তাকে টাকা
০৬ ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ০৪:৫৫
297547
বাকপ্রবাস লিখেছেন : Crying Crying Crying Crying Crying Crying
358827
০৭ ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ০৪:১৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : চলেন সবাই পুলিশ হই! খালি আখিরাত এ আশা ছারতে হবে!
০৭ ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ০৫:২৭
297621
বাকপ্রবাস লিখেছেন : আমরা সবাই পুলিশ হমু
ঠুস ঠুস ফুটামো
চান্দা চাইমু, গুম করমু
কইলে কথা চালাম দিমু
361391
০৫ মার্চ ২০১৬ দুপুর ১২:৩৩
আশাবাদী যুবক লিখেছেন : ইচ্ছে হলেই ককটেল ধরিয়ে বানিয়ে দিবে জঙ্গী
০৫ মার্চ ২০১৬ দুপুর ১২:৫৯
299495
বাকপ্রবাস লিখেছেন : যেমন সরকার পুলিশ তেমন
কথা কইলে হবে সমন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File