- পুলিশ
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৬ ফেব্রুয়ারি, ২০১৬, ০৩:৫৪:৫৩ দুপুর
পুলিশ যখন রাজ্যের রাজা
মন যা চায় তা করবে
ইচ্ছে হলেই আগুন দেবে
তোমরা পুড়ে মরবে।
পুলিশ কিন্তু ম্যাজিক জানে
ধরুন আপনি একা
আপনার ফাঁকা পকেটটাতে
ইয়াবা যাবে দেখা।
পুলিশ মানে পুলিশইতো
অন্য কিছু নয়তো
যার কাঁধে বন্দুক রেখে
সরকার চলে হয়তো।
তাইতো পুলিশ রাজ্যের রাজা
মন যা চায় তা করবে
শেকল যদি পড়াতে চায়
সরকার কিন্তু নড়বে।
বিষয়: বিবিধ
১০০১ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দিলে তাতে বাঁধা
৫৭ তে ফাঁসবে তুমি
না দিলে তাকে টাকা
ঠুস ঠুস ফুটামো
চান্দা চাইমু, গুম করমু
কইলে কথা চালাম দিমু
কথা কইলে হবে সমন
মন্তব্য করতে লগইন করুন