যদি তোমাদের কেউ হাঁচি দেয় তখন আল্ হামদুলিল্লাহ বলুন! এবং যে মুসলিম কথাটি শুনবে, তার উপর ‘ইয়ারহামুকাল্লাহ’ বলাটি ওয়াজিব হয়ে যায়। তা আমল করুন।।

লিখেছেন লিখেছেন কুয়েত থেকে ০৬ ফেব্রুয়ারি, ২০১৬, ০৪:০১:২৭ বিকাল

হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বললে, তার উত্তর দেয়া আর আলহামদুলিল্লাহ না বললে উত্তর দেয়া মাকরূহ হওয়া এবং হাঁচি ও হাঁচির উত্তর দেওয়ার আদবসমূহ

এক- আবু হুরাইরা রাদিয়াল্লাহু ‘আনহু’ হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,

«إن الله يحب العطاس، ويكره التثاؤب، فإذا عطس أحدكم وحمد الله تعالى كان حقًا على كل مسلم سمعه أن يقول له: يرحمك الله، وأما التثاؤب فإنما هو من الشيطان، فإذا تثاءب أحدكم فليرده ما استطاع فإن أحدكم إذا تثاءب ضحك منه الشيطان» رواه البخاري.

আল্লাহ্ তা‘আলা হাঁচিকে পছন্দ করেন এবং হাইকে অপছন্দ করেন। যদি তোমাদের কেউ হাঁচি দেয় এবং আলহামদুলিল্লাহ বলে, তখন যে মুসলিম কথাটি শুনল, তার উপর ‘ইয়ারহামুকাল্লাহ’ বলা ওয়াজিব।

আর হাই, এটি শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে। যখন তোমাদের কোনো ব্যক্তির হাই আসে, সে যেন তার সাধ্যমত তাকে প্রতিহত করে। কারণ, তোমাদের মধ্যে যে কেউ হাই দেয়, তাকে নিয়ে শয়তান হাসা-হাসি করে। বুখারি ।

দুই- আবু হুরাইরা রাদিয়াল্লাহু ‘আনহু’ হতে বর্ণিত,

إذا عطس أحدكم فليقل: الحمد لله، وليقل له أخوه أو صاحبه: يرحمك الله فإذا قال له: يرحمك الله فليقل: يهديكم الله ويصلح بالكم رواه البخاري.

রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম’ বলেন, তোমাদের মধ্য হতে কেউ যখন হাঁচি দেয় সে যেন الحمد لله ‘সকল প্রশংসা আল্লাহর জন্য’ বলে। আর সাথের ভাই বা সঙ্গী বলবে, يرحمك الله ‘আল্লাহ তোমার উপর দয়া করুক’ আর যখন লোকটি يرحمك الله বলবে, তার উত্তরে বলবে, يهديكم الله ويصلح بالكم ‘আল্লাহ তোমাদের হেদায়েত দেন এবং তোমাদের অবস্থা সংশোধন করে দিক’। বুখারি

তিন- আবু মুসা আশ‘আরী রাদিয়াল্লাহু ‘আনহু’ হতে বর্ণিত, তিনি বলেন,

سمعت رسول الله يقول: إذا عطس أحدكم فحمد الله فشمتوه فإن لم يحمد الله فلا تشمتوه.. رواه مسلم.

আমি রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম’কে বলতে শুনেছি, তিনি বলেন, যখন কোন ব্যক্তি হাঁচি দিয়ে আল্লাহর প্রশংসা করে, তখন তোমরা তার উত্তর দাও। আর যদি লোকটি আল্লাহর প্রশংসা না করে, তাহলে তোমরা তার উত্তর দিও না। বর্ণনায় মুসলিম।

চার- আনাস রাদিয়াল্লাহু ‘আনহু’ হতে বর্ণিত, তিনি বলেন,

عطس رجلان عند النبي فشمت أحدهما ولم يشمت الآخر، فقال الذي لم يشمته: عطس فلان فشمته، وعطست فلم تشمتني؟ فقال: هذا حمد الله، وإنك لم تحمد الله متفق عليه.

রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম’ এর দরবারে দুইজন লোক হাঁচি দিল, তখন রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম’ একজনের হাসির উত্তর দেন, অপর জনের হাসির উত্তর দেন নি। যার হাঁচির উত্তর দেয়নি সে বলে, অমুকের হাঁচির উত্তর দিলেন আর আমি হাঁচি দিয়েছি কিন্তু আমার হাঁচির উত্তর দেন নি? তখন রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম’ তাকে বললেন, “সে লোকটি আলহামদুলিল্লাহ বলেছে। আর তুমি তা বলোনি। [বুখারি ও মুসলিম ]

পাঁচ- আবু হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু’ হতে বর্ণিত, তিনি বলেন,

كان رسول الله إذا عطس وضع يده أو ثوبه على فيه، وخفض أو غض بها صوته شك الراوي رواه أبو داود والترمذي وقال: حديث حسن صحيح.

“রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম’ যখন হাঁচি দিতেন, সে তার হাতকে মুখের উপর রাখতেন অথবা কোন কাপড়কে মুখের উপর রাখতেন এবং তার আওয়াজকে ছোট করতেন বা নিম্ন স্বরে হাঁচি দিতেন।

বর্ণনাকারী সন্দেহ করেন”। বর্ণনায় আবু-দাউদ ও তিরমিযী । ইমাম তিরমিযী হাদিসটিকে হাসান ও সহীহ বলে আখ্যায়িত করেন।

ছয়- আবু মুসা আশয়ারি রাদিয়াল্লাহু ‘আনহু’ হতে বর্ণিত, তিনি বলেন,

كان اليهود يتعاطسون عند رسول الله يرجون أن يقول لهم: يرحمكم الله فيقول: يهديكم الله ويصلح بالكم» رواه أبو داود والترمذي وقال: حديث حسن صحيح.

ইয়াহুদীরা রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম’ এর দরবারে হাঁচি দিতেন, আর তারা আশা করত, রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম’ তাদের জন্য يرحمكم الله বলবেন।

কিন্তু তিনি বলতেন يهديكم الله ويصلح بالكم ‍‍“আল্লাহ তোমাদেরকে হেদায়াত দান করুন এবং তোমাদের চরিত্রকে সংশোধন করে দিক। বর্ণনায় আবু-দাউদ ও তিরমিযী। ইমাম তিরমিযী হাদিসটিকে হাসান ও সহীহ বলে আখ্যায়িত করেন ।

সাত- আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু ‘আনহু’ হতে বর্ণিত, তিনি বলেন,

قال رسول الله .إذا تثاءب أحدكم فليمسك بيده على فيه، فإن الشيطان يدخل رواه مسلم.

রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম’ বলেন, তোমাদের কেউ যখন হাই তুলে, সে যেন তার হাতকে তার মুখের উপর রাখে। কারণ, অন্যথায় শয়তান প্রবেশ করে। বর্ণনায় মুসলিম ।

আল্লাহ তায়ালা এই আমল গুলো আমাদেরকে পালন করার তাওফিক দান করুন নবীজি (সাঃ) এর প্রতিটি কাজকে।

বিষয়: বিবিধ

১৩৯৩ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

358719
০৬ ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ০৪:১৮
হতভাগা লিখেছেন : ক্লাস নাইন - টেন এ ইসলাম ধর্ম শিক্ষাতে যে ২০টি হাদিস পড়ানো হত তার মধ্যে এই হাদিসটাও ছিল
০৬ ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ০৫:০৫
297549
কুয়েত থেকে লিখেছেন : খুব ভালো কথা স্বরণ করে দিয়ে যদি একটু সওয়াব পাওয়া যায় এতে ক্ষতি তো নাই ভাই। চোট চোট আমল গুলো আমাদের অনেক উপকারে আসে ধন্যবাদ আপনাকে
358726
০৬ ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ০৫:২৮
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ পিলাচ
০৬ ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ০৫:৩৫
297552
কুয়েত থেকে লিখেছেন : আপনাকে ও অসংখ্য বার ধন্যবাদ
358731
০৬ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৭:১৯
তট রেখা লিখেছেন : পিলাচ
০৬ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৭:২৩
297557
কুয়েত থেকে লিখেছেন : ধন্যবাদ আপনাকে অসংখ্য বার
358747
০৬ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৯:০৮
শেখের পোলা লিখেছেন : অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য৷
০৮ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০১:৫১
297670
কুয়েত থেকে লিখেছেন : আপনাকে ও অনেক অনেক ধন্যবাদ
358749
০৬ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৯:৪০
আবু জান্নাত লিখেছেন :
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
জাযাকাল্লাহ খাইর
০৮ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০১:৫৩
297671
কুয়েত থেকে লিখেছেন : ওয়ালাইকুম আচ্ছালাম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ আপনাকে উত্তম জাযা দান করুন। ধন্যবাদ আপনাকে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File