- টুম্পামনি স্বপ্ন দেখে

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০২ ফেব্রুয়ারি, ২০১৬, ০৬:১৩:২২ সন্ধ্যা



টুম্পা নামের ছোট্ট খুকী

ইস্কুলেতে যায়

স্বপ্ন যে তার মানুষ হবে

ছোট্ট জীবনটায়।

পড়ালিখা করে সবাই

মানুষ হচ্ছে কই?

টুম্পামনি ভাবতে বসে

কেমনে মানুষ হই!


যুদ্ধ বিমান মারনাস্ত্র

মানবতার ক্ষয়

করে যারা মূর্খতো নয়

বিজ্ঞানী নিশ্চয়।

তাইতো টুম্পা মানুষ হবে

সেই শিক্ষার পরে

যে শিক্ষাতে নিজের জীবন

কাটবে পরের তরে।

বিষয়: বিবিধ

৯১০ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

358303
০২ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৯:০৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মানুষ হইয়া কি লাভ??
০৫ মার্চ ২০১৬ দুপুর ১২:৫৩
299489
বাকপ্রবাস লিখেছেন : খাওয়া যায়
কওয়া যায়
দুইটাই করা যায়
358308
০২ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৯:১৫
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : সুশিক্ষায় শিক্ষিত হও এবং জগৎটা আলো কর।
০৫ মার্চ ২০১৬ দুপুর ১২:৫৩
299490
বাকপ্রবাস লিখেছেন : ধন্যবাদ বড় ভাই
358315
০২ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১০:০৪
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মানুষ হইয়া কি লাভ??
০৫ মার্চ ২০১৬ দুপুর ১২:৫৪
299491
বাকপ্রবাস লিখেছেন : তালে তাল দিলেন নাহিTongue
361401
০৫ মার্চ ২০১৬ দুপুর ১২:৫২
আশাবাদী যুবক লিখেছেন : ভালো হয়েছে ভাই ৷
আসলে জগতে শিক্ষিত আছে,
কিন্তু মানুষ কয় জনায়?
০৫ মার্চ ২০১৬ দুপুর ১২:৫৪
299492
বাকপ্রবাস লিখেছেন : আমরা পোলাপাইনরে এখন মানুষ হইতে কইনা, বড়লোক হইতে হবে সেই শিক্ষাটা দিতে চাই
361416
০৫ মার্চ ২০১৬ বিকাল ০৪:৩২
আশাবাদী যুবক লিখেছেন : ঠিক বলেছেন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File