বায়ুত্যাগ নিষিদ্ধ করে সংসদে আইন পাশ । মহাজট বাবুদের শ্বাসকষ্ট মোকাবেলায় এই বায়ুত্যাগ নিয়ন্ত্রণ আইন: কামুরুল ( ফান)

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০২ ফেব্রুয়ারি, ২০১৬, ০৫:০৪:৪৮ বিকাল



সর্ব সাধারণের বায়ুত্যাগ নিষিদ্ধ করে জাতীয় মহাজট সংসদে একটি আইন পাস হয়েছে ।

সরকারের সামনে নতুন কোন এজেন্ডা না থাকাতে এই পদক্ষেপ নিয়েছেন বলে জানা গেছে।

সারা দেশে ফেসবুক, টুইটার, ইউটিউব, ব্লগসহ সর্বত্র ব্যাপকহারে বায়ুত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে এই আইনের বিল আনা হয় মহাজট সংসদে। বায়ুত্যাগ নিয়ন্ত্রণ করতেই এই আইনের বিল উত্থাপন করতে বাধ্য হয়েছে সরকার- জানিয়েছেন মহাজট সরকারের ঘেউ ঘেউ বিশেষজ্ঞ কামুরুল ইসলাম।

মহাজট বাবুদের শ্বাসকষ্ট মোকাবেলায় এই বায়ুত্যাগ নিয়ন্ত্রণ আইন:

কামুরুল বলেন, মহজট সরকার গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে সারা

সর্বসাধারণের এই বায়ুত্যাগের ঘটনায় মারাত্মকভাবে পরিবেশ দুষিত হচ্ছে। এতে করে মহাজট সরকারের মন্ত্রীরা শ্বাস প্রশ্বাস নিতে বেপক অসুবিধার সম্মুখীন হচ্ছেন বলে জানান কামুরুল।

এই বায়ুত্যাগের ঘটনা এক ধরনের উদ্দেশ্যপ্রণোদিত সরকার বিরোধী যড়যন্ত্র। সরকারকে বেকায়দায় ফেলতে যারা বায়ুত্যাগ করবে তাদেরকে জব্দ করার জন্যই নতুন এই আইন, আবেগঘন কন্ঠে জানান কামুরুল।

প্রস্তাবিত আইনের ২১ ধারা মতে কোন ব্যাক্তি বা সংগঠন ফেসবুক, টুইটার, স্কাইপ, ব্লগ বা ইন্টারনেটের কোন মাধ্যম ব্যবহার করে সরকারকে বেকায়দায় ফেলার জন্য কোন প্রকার পাদ দিলে বা দুর্গন্ধযুক্ত বায়ুত্যাগ করলে তা এখন থেকে একটি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গন্য হবে এবং সরকারের গৃহপালিত কুকুরপাল সেই ব্যাক্তি বা সংগঠনের সংশ্লিষ্ট ইন্টারনেট মাধ্যমের ওপর কোনরুপ পুর্বানুমুতি ছাড়াই নজরদাড়ি করতে পারবে ও পাদ দেবার অভিযোগে আটক করতে পারবে। এছাড়া আইনের আওতায় গ্রেফতারকৃত ব্যক্তিকে আদালতে হাজির করা ছাড়াই সরকারপালিত কুকুরপাল কামড়ানোর ক্ষমতা পাবে বলে জানিয়েছেন গোদা-এ-কুকুরপাল কামুরুল ইসলাম।

মহাজট সংসদে বায়ুত্যাগ নিষিদ্ধি ঘোসণা করে এই আইন পাস বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে বিশিষ্টি মানবাধিকার ফেরীওয়ালী ওরফে দানবাধিকারের দালাল অ্যাডভোকেট সুলটানা কামাল চক্রবর্তী বলেন, “বায়ুত্যাগ মানুষের একটি মৌলিক অধিকার। বায়ুত্যাগ নিষিদ্ধি করে সরকার এই ধরণের আইন পাস করায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। আশা করছি প্রভু আমার বায়ু ত্যাগে বাধা দেবেন না, আফটার অল, আমি তো প্রভুরই দাস।”

সংগ্রহিত দৈনিক হুক্কাহুয়া

কিছু বাক্য বাবহার নিজের কাছে খারাপ লাগার পরও লিখেছি বলে আন্তরিকভাবে দুখিত

বিষয়: বিবিধ

১২৩১ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

358277
০২ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৬:৪৬
০২ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৬:৫৫
297231
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : একটু হাসার জন্য জাস্ট
Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
358293
০২ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৮:৩৪
শেখের পোলা লিখেছেন : এ দাসত্বের রাজ্যে সকলই যায়েজ৷ বাঙ্গালী মুসলীমদের বুঝিবা আরও অনেক পাওনা আছে, যা আল্লাহ না দিয়ে শেষ করবেন না৷
০২ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৮:৪০
297238
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ঠিক ঠিক
358304
০২ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৯:১০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : হইতে দেরি নাই!!!!!!
০২ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৯:২১
297241
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
358320
০২ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১০:৩৭
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : Big Grin Big Grin Big Grin Thumbs Up Thumbs Up Rolling on the Floor Rolling on the Floor দারুণ হয়েছে
০২ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১০:৪১
297245
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ধন্যবাদ
Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File