- বাংলাদেশ
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৮ জানুয়ারি, ২০১৬, ০১:৩৬:০৭ দুপুর
ইচ্ছে করে অনেকদিন বাঁচি
মরি আমি রোজ রাত্তিরে
বাবুরা সব দুধের স্বরের মাছি
সকাল হলেই ধ্যুর ধাত্তিরে।
বাবুরা গেলে আসে চাটার দল
খুঁটে খুঁটে দেখে রোজ ডাক্তার
রাজনীতিবিদ শিক্ষক বুদ্ধিজীবি মহল
ভাগাভাগী করে খায় মিঠায় চাকটার।
ইচ্ছে করে বাঁচার মতো বাঁচি
বাবুরা দেয় খিল দরজা জানালায়
একাত্তুরেই জন্ম নিয়ে সেখানটাতেই আছি
বাড়ছেনা বয়েস বাবুরা কচি শরীর চায়।
বিষয়: বিবিধ
৮৩৬ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন