ভূমিকম্প
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ০৮ জানুয়ারি, ২০১৬, ১১:৫৬:৪৩ সকাল
ভিতরে বসে কে খেলছে?
প্লেটগুলো কে ঠেলছে?
এবার বাবা থাম না!
ঠেলাঠেলি ভালো কাম না,
তোর খেলায় মরি আমরা
থেমে যায় সুখ-পার্বণ
দীর্ঘশ্বাসে বাড়তে থাকে
বাতাসে কালো কার্বন,
একশোডিগ্রি টেনশনেতে
করি লম্ফঝম্ফ
দামী-রডের বাড়ি তবু
ভয় দেখাস,!
বিষয়: বিবিধ
৭৮৯ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
প্রলয় সৃষ্ট তব পুতুল খেলা,
নিরজনে প্রভু নিরজনে।।
মন্তব্য করতে লগইন করুন