মাননীয় সরকার
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১২ ডিসেম্বর, ২০১৫, ০৩:০৪:৫৩ দুপুর
প্রসংশায় ভাসিয়ে দেব ফেইসবুকের পাতাতে
সবার চাইতে সেরা তুমি ঘুরবে শুধু মাথাতে
মাননীয় সরকার আপনাকেই দরকার
যেমন খুশি সাঁজাও মোদের চাইলে পারো নাচাতে।
কারো সুখ রিমান্ড নেয়া কারো সুখ গাজাতে
কোনটাই চাইনা বাপু পায়না জোর মাজাতে
মাননীয় সরকার আপনাকেই দরকার
গুণগানে ভরিয়ে দিলাম ফেইসবুকের পাতাতে।
তুমি ছাড়া নাইযে গতি বন্দী যখন খাঁচাতে
তুমি ছাড়া নাইযে কেহ আসবেনা আর বাঁচাতে
মাননীয় সরকার আপনাকেই দরকার
যুগ যুগ বেঁচে থাকুন ইতিহাসের পাতাতে।
বিষয়: বিবিধ
৮৪২ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
করতে যেন ভুলবেন না
না খেয়ে যাবেননা
মাননী্য ছড়াকার-
এ তো দেখি শরাকার!!
তেলের উপর সরকার
ভাসিয়ে দেয়া দরকার
মাননীয় সরকার,
তোমাকেই দরকার৷
মন্তব্য করতে লগইন করুন