নতুন সম্ভাবনার দ্বার- বিপিও খাত

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১২ ডিসেম্বর, ২০১৫, ০৩:১৬:১৮ দুপুর



দেশকে এগিয়ে নিতে তথ্যপ্রযুক্তির বিকল্প নেই। বাংলাদেশ তথ্যপ্রযুক্তিসহ সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও বেসরকারি প্রতিষ্ঠানে যৌথভাবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। বিশ্বের বিভিন্ন দেশ প্রযুক্তি ক্ষেত্রে এগিয়ে নেয়ার জন্য বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। বাংলাদেশও এ ক্ষেত্রে পিছিয়ে নেই। বিপিও সেক্টরে এগিয়ে নেয়ার জন্য সরকার সব সহযোগিতা করছে। আগামীতেও সেই ধারা অব্যাহত থাকবে। সারা বিশ্বে বিপিও একটি বড় সেক্টর। এখানে কাজ করার অনেক সুযোগ রয়েছে। বাংলাদেশ বিপিও সেক্টর দিন দিন এগিয়ে যাচ্ছে। সরকার ও বেসরকারি প্রতিষ্ঠান একসাথে কাজ করলে বিপিও সেক্টরে অনেক এগিয়ে যাবে। তরুণেরাই বাংলাদেশের শক্তি। এই শক্তিকে কাজে লাগিয়ে ২০৫০ সালের মধ্যে বাংলাদেশ ইউরোপকে অর্থনৈতিকভাবে ছাড়িয়ে যাবে। পড়াশোনার ক্ষতি না করেও বিপিও সেক্টরে কাজ করা যায়। তাই শিক্ষার্থীদের বিপিও সেক্টরে ভালো করার সুযোগ রয়েছে। বিপিও সেক্টরে ভালো করতে হলে ইংরেজি ও কমিউনিকেশনে দক্ষ হতে হবে। তরুণদের শুধু চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে। আইসিটি বিভাগ থেকে তরুণদের তথ্যপ্রযুক্তি এগিয়ে নেয়ার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সেই লক্ষ্যে তরুণদের বিভিন্ন প্রশিক্ষণ দেয়া হচ্ছে। বর্তমানে বাংলাদেশের বিপিও সেক্টরে ২৫ হাজার লোক কাজ করছে। তরুণেরা এই খাতে এগিয়ে আসার সাথে সাথে তৈরি হচ্ছে নতুন সম্ভাবনা দুয়ার। আগামী ২০২১ সালের মধ্যে এই খাতে দুই লাখ লোক কাজ করবে।

বিষয়: বিবিধ

৮৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File