- গদিভ্রম
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৬ নভেম্বর, ২০১৫, ০৬:০৩:২৬ সন্ধ্যা
গণভোটে প্রধানমন্ত্রী গদি পেলে যাও ভুলে
চুক্তি করে দেশের সম্পদ পরের হাতে দাও তুলে।
কইলে কথা ভয় দেখাও জেল জুলুম আর গুমের
বাক হরণ করে আবার পথ্য লিখে দাও ঘুমের।
এমন করে চলবে ক’দিন উঠলে জোয়ার ফোঁসে
থাকবেনা আর গদির জোর ভাসবে জন রোষে।
ইচ্ছে যাকে ধরছো মারছো দিচ্ছো জেলে পুরে
ভোট বাকসো দখল করে মারছো ব্যলট ছুড়ে।
হচ্ছে দখল টিভি চ্যানেল আর পত্রিকার পাতা
ধরিয়ে দিতে চাইছো মুলো কিনতে চাইছো মাথা।
এমন করে চলবে ক’দিন উঠলে জোয়ার ফোঁসে
থাকবেনা আর গদির জোর ভাসবে জন রোষে।
লুট করেছো শেয়ার বাজার ব্যাংক করেছো ফুঁটো
বাগিয়ে নিচ্ছো টেন্ডার সব গার্মন্টস এর ঝুটও।
কইলে কথা জুটছে মামলা হামলা করছে চেলারা
তোমার সুরে গাইছে আবার সুশীল নামের শালারা।
এমন করে চলবে ক’দিন উঠলে জোয়ার ফোঁসে
থাকবেনা আর গদির জোর ভাসবে জন রোষে।
বিষয়: বিবিধ
৯০৪ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এমন করেই চলতে হবে ২১ কিংবা ৪০ সাল,
একেই বলে স্বপ্ন তন্ত্র একেই বলে বাকশাল৷
জনরোষ নাই জেগে আর নিদ্রা মগ্ন ফাটকে,
সুশীলেরা দেয় মহড়া চেতনা-জোয়ার নাটকে৷
মন্তব্য করতে লগইন করুন