দৈনন্দিন

লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ২৬ নভেম্বর, ২০১৫, ০৬:১৮:১৭ সন্ধ্যা

ননববোমা যখন ভূমিষ্ট হলো, তখন 'ওয়া' না বলে 'সিরোয়া' বললো। তার মানে ওকে সিরিয়ায় পাঠাতে হবে বললেন বিশ্বমোড়লদের একজন! এই কথা শুনে দেশীমাতবররা বললেন, 'শান্তিমিশনে আমাদেরও মেডইনবিডি গ্রেনেড পাঠানো যেতে পারে'। আরেকজন বললেন, 'ফাঁসির দড়িও যেরকম একটিভ হয়েছে, সেও কিন্তু মারণাস্ত্র হবার দাবিদার।' ফাঁসির পরে মিষ্টিমুখ করার পর সরকারের গালে চুমা দেয়ার জন্য যারা ঠোঁট চোকখা করে রেখেছে তারা শব্দ করলো 'উমমমন'। উনাদেরই একজন ইমাম বললেন, এটাই আসলে 'আমিন!' এদিকে পাশের দেশে গরুর গোস্ত রান্না হয়েছে বলে কিছু বুটজুতা গটগট করে এলো। পরে জানা গেল এসব জুতা গরুর চামড়ায় বানানো। আজব জিনিস রে ভগবান! আপনি পায়ের নিচে থাকবেন, তবু পেটে যাবেন না!

বিষয়: বিবিধ

৮৯৫ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

351592
২৬ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:২৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : চামড়া তো মাতা না!
২৭ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৪৩
291999
সুমন আখন্দ লিখেছেন : Rolling on the Floor

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File