- সোনার বাঙলাদেশ
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৫ নভেম্বর, ২০১৫, ০১:৫৩:১৮ দুপুর
ধর্মে তুমি হিন্দু-বৌদ্ধ, খ্রীষ্টান-মুসলমান
বাঙলায় এসে এক হয়ে যায়
এক মায়েরই প্রাণ।
বর্ণে নাই উপর-নীচ, বড় কিঙবা ছোট
নেই ভেদাভেদ এই বাঙলায়
ছ্যুত অছ্যুত।
গাত্রে যাহা হওনা কেন সাদা কিংবা কালো
বাঙলায় নেই গাত্রভেদ
সব রঙ্গেতেই আলো।
নাই এখানে জাত-বেজাতের হিংসা-বিদ্বেশ
বাঙলা আমার মাতৃভূমি
সোনার বাঙলাদেশ।
বিষয়: বিবিধ
৮৮৪ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন