নিজামী যখন মুরতাদদের সর্দার
লিখেছেন লিখেছেন আহমেদ ফিরোজ ২৫ নভেম্বর, ২০১৫, ১০:১৬:২৭ রাত
গত বছর বাংলাদেশ প্রসঙ্গে আলকায়েদা প্রধান আইমান আর জাওয়াহিরির একটি কথিত অডিও বের হয়েছিলো। সেই কথিত ভিডিওতে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারকে ইসলামবিরোধী আখ্যা দিয়ে জেহাদে নামার ডাক দেয়া হয়।
বার্তাটিতে গণজাগরণ মঞ্চের আন্দোলনকে কতিপয় বিপথগামী নাস্তিক্যবাদীর আন্দোলন বলে মন্তব্য করা হয় এবং মানবতাবিরোধী অপরাধের বিচারের নামে ইসলামপন্থিদের সাজা দেয়া হচ্ছে বলেও দাবি করেন জাওয়াহিরি।
আর যায় কোথায়, মানবতাবিরোধী অপরাধের বিচার সম্পর্কিত অংশটুকু যেনো কিছু লোকের কাছে অমৃত রস হিসেবে আবির্ভূত হলো!!
জামায়াতের সাথে যে আলকায়েদার কানেকশান আছে সেটা প্রমান হয়ে গেলো!!!
ঘাদানিক ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির সাহেব তো অতি উৎসাহের সাথেই তখন বলেছিলেন, জামায়াতকে জড়িয়ে আল-কায়েদা নেতার এমন বক্তব্যে খুব একটা অবাক হননি তিনি। এই সম্পর্ক এর আগে গোপন রাখার চেষ্টা করলেও তা পারেনি তারা। অবশেষে জাওয়াহিরি তা প্রকাশই করে দিলেন।
জামায়াত কায়েদা কানেকশন নিয়ে সব মিডিয়ায় সে কি হইচই!!! যেনো বিশ্বজয় করে ফেলেছে!!!
যাক, এখন আলকায়েদা বলতে পৃথিবীতে কোনো জঙ্গি সংগঠন আছে কিনা মাইক্রোস্কোপ দিয়ে খুঁজতে হবে। কারন পশ্চিমারা তাদের পুরনো এই হাতিয়ারটা এখন সরিয়ে ফেলেছেন। নতুন করে মাঠে নামিয়েছেন আলকায়েদারই জ্ঞাতি ভাই আইএসকে।
তো সেই অতিউৎসাহীরা এবার অপেক্ষায় ছিলেন বাংলাদেশ নিয়ে আইএসের কোনো বার্তার। জামায়াতের যে আইএসের সাথেও কানেকশন আছে সেটা প্রমান করতে হবে না??
কিন্তু এবার তাদের মাথায় যেনো বাজই পড়লো!! যেখানে আইএস বাংলাদেশে জামায়াতকে ইসলামপন্থি আখ্যা দিয়ে তাদের পক্ষে কথা বলার কথা, সেখানে আইএস কিনা জামায়াত আমির নিজামীকে মুরতাদদের সর্দার আখ্যা দিলো???
চলতি মাসে প্রকাশিত আইএসের অনলাইন ম্যাগাজিন ‘দাবিক’ এর ১২তম সংখ্যায় দ্য রিভাইভাল অব জিহাদ ইন বেঙ্গল (বেঙ্গলে জিহাদের পুনর্জাগরণ) শীর্ষক প্রতিবেদনে তারা বিএনপি আওয়ামী লীগের মতই জামায়াতকেও মুরতাদ দল এবং নিজামীকে মুরতাদদের সর্দার বলে আখ্যা দিয়েছে।
হোয়াট ইজ দিস?? নিজামীকে মুরতাদদের সর্দার শোনার জন্য এতদিন অপেক্ষা??? ডিসগাষ্টিং..!!!
এখন আর আইএসের এই বার্তা নিয়ে কোনো মিডিয়ায় কোনো কথা নেই। শাহরিয়ার কবিররাও এ ব্যপারে নিরব নিস্তব্ধ!!!
আইএস নামে দু একজন জামায়াত শিবিরের লোককে ধরা হইছিলো, সেই নাটকের প্লেটেও এবার ছাই পড়লো!!
জেএমবির সাথেও জামায়াতের কানেকশন যারা দিনরাত প্রচার করতেছিলো, তাদের সেই প্রচারেও ধ্বস নামলো। কারন আইএস নিজামীকে মুরতাদদের সর্দার আখ্যা দেয়ার পাশাপাশি জেএমবি আমির আব্দুর রহমানকে মুজাহিদ বলে দাবি করেছে। অর্থাৎ জামায়াত আর জেএমবিকে তারা দুই বিপরীত মেরুর দল হিসেবেই চিহ্নিত করলো।
এরপরেও হয়তো শাহরিয়ার কবির আর মুনতাছির মামুনদের মুখে শুনা যাবে জামায়াত জঙ্গি দল, বাংলাদেশে আইএসের শিকড় হচ্ছে হেফাযত জামায়াত। আরো কত কি..। মুলত বাংলাদেশটাকে জঙ্গিরাষ্ট্র প্রমানের জন্যই বিশেষ মহল তাদেরকে নিয়োজিত করেছে।
বাংলাদেশে সত্যিকার অর্থেই বৃহৎ বা তেমন শক্তিশালী কোনো জঙ্গি সংগঠন নেই। যদিও ইদানিং পশ্চিমাদের কুনজরে বাংলাদেশেও আইএসসহ বিভিন্ন জঙ্গির আমদানি করা হচ্ছে। এমনকি সম্প্রতি ওয়াশিংটন পোষ্ট শিরোনাম করেছে ‘আইএসের পরবর্তী যুদ্ধক্ষেত্র বাংলাদেশ’!!!
বাংলাদেশ আইএসের যুদ্ধক্ষেত্র হলেই শাহরিয়ার কবিরদের স্বপ্ন পূরণ হয়!!
বিষয়: বিবিধ
১১৯১ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন