ব্লগার হাফিজহাফিজ সম্পর্কে জানতে চাই

লিখেছেন লিখেছেন হতভাগা ২৫ নভেম্বর, ২০১৫, ০২:৩৮:০০ দুপুর



ব্লগে এসেছেন মাত্র একদিন হল , এর মধ্যে ৫ টা পোস্ট করেছেন । তবে তার কোন পোস্ট আমার চোখে পড়ে নাই গত দুইদিনের লিস্টে।

কেউ কি আমাকে উনার পোস্টের লিংক দিতে পারেন ?

বিষয়: বিবিধ

১৩৪৩ বার পঠিত, ২১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

351413
২৫ নভেম্বর ২০১৫ দুপুর ০২:৪০
বার্তা কেন্দ্র লিখেছেন : বাকশাল পত্রিকায় একটা বিজ্ঞাপন দিন।
২৫ নভেম্বর ২০১৫ দুপুর ০২:৫৩
291707
হতভাগা লিখেছেন : উনি দেখা যায় ব্লগার জুলিয়া( যিনি ব্লগে থাকেন প্রতিটা সেকেন্ড । কিন্তু কমেন্টও করেন না , পোস্ট বছরে একটাও দেন কি না সন্দেহ আছে)র একটা পোস্টকে প্রিয়তে নিয়েছেন এই একদিনেই যেটা ৮০০ + পঠিত হলেও একটাও মন্তব্য আসে নি ।
২৫ নভেম্বর ২০১৫ দুপুর ০২:৫৯
291714
বার্তা কেন্দ্র লিখেছেন : তো বস্ আপনার কেন এত গরজ? কে গেল আর আসল এর কি দরকার?
২৫ নভেম্বর ২০১৫ দুপুর ০৩:৩৩
291731
হতভাগা লিখেছেন : এরা ব্লগে থাকলেও একটিভ থাকে না , যদিও পজিশন ঠিকই দখল করে আছে ।
351414
২৫ নভেম্বর ২০১৫ দুপুর ০২:৪১
নকীব কম্পিউটার লিখেছেন : আজব দেশে আজব কারবার
২৫ নভেম্বর ২০১৫ দুপুর ০২:৫৭
291711
হতভাগা লিখেছেন : আপনি মনে হয় ২৫ সে.মি.র কম দূরত্ব থেকে মনিটরে চোখ রেখেছেন ।
351415
২৫ নভেম্বর ২০১৫ দুপুর ০২:৪৫
আফরা লিখেছেন : হতভাগা ভাইয়া আমি কিছু জানি না ----।
২৫ নভেম্বর ২০১৫ দুপুর ০৩:১৭
291722
হতভাগা লিখেছেন : কারোরই জানার কথা না , মাত্র এক দিন হয়েছে উনি ল্যান্ড করেছেন ।
351432
২৫ নভেম্বর ২০১৫ দুপুর ০৩:৪৭
আবু জান্নাত লিখেছেন : হয়তো পোষ্ট করেছেন, ৮০০+ f5 ডায়াল করে রিপ্রেস করে পাঠক সংখ্যা বাড়িয়ে পুণরায় পোষ্টগুলো রিমোভ করেছেন।
২৫ নভেম্বর ২০১৫ দুপুর ০৩:৪৯
291739
হতভাগা লিখেছেন : এই পোস্ট দেবার পর উনাকে অনলাইনে থাকা ব্লগার লিস্টে দেখতেছি না
351448
২৫ নভেম্বর ২০১৫ বিকাল ০৫:০৯
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : রহস্য কি ভাইজান ?
২৬ নভেম্বর ২০১৫ সকাল ০৮:১৯
291852
হতভাগা লিখেছেন : সেটাই তো জানতে চাইলাম । উনি আবার প্রিয় পোস্টে রেখেছেন ব্লগার জুলিয়ার একটা পোস্ট যেটা পঠিত হয়েছে ৮০০ বারেরও বেশী , কিন্তু কোন কমেন্ট আসেনি।
351452
২৫ নভেম্বর ২০১৫ বিকাল ০৫:২০
কুয়েত থেকে লিখেছেন : একদিনে ৫টি পোস্ট তা কোথায়...? এ নিয়ে আপনি এত ফেরেশান কেন ভাই? ধন্যবাদ
২৬ নভেম্বর ২০১৫ সকাল ০৮:২০
291853
হতভাগা লিখেছেন : কমেন্ট করতে ভাল লাগে বিধায় উনার পোস্টেও কমেন্ট করতে চাচ্ছিলাম
351456
২৫ নভেম্বর ২০১৫ বিকাল ০৫:২৬
আবু জারীর লিখেছেন : সে মনে হয় তারাণা হালিম খেয়ে পোস্ট দিয়েছে তাই হাওয়ায় মিলে গেছে।
২৬ নভেম্বর ২০১৫ সকাল ০৮:২১
291854
হতভাগা লিখেছেন : তারানা হালিমে চলছে দেশ
মামা হালিম এর দিন শেষ
351534
২৬ নভেম্বর ২০১৫ রাত ০৪:১০
কাহাফ লিখেছেন : শ্রদ্ধেয় হতভাগা ভাই!
নতুন নিবন্ধিত ব্লগারদের লেখা প্রথম পাতায় প্রকাশ হতে সময় নেয় মডুরা! এখানেও হয়তো এমনই হয়েছে!
কোন কিছু পোস্ট করলেই যেহেতু সংখ্যা শো করে সে হিসেবে প্রথম দিনে ৫টা পোস্ট করাও অসম্ভব নয়!
২৬ নভেম্বর ২০১৫ সকাল ০৮:২২
291855
হতভাগা লিখেছেন : বুঝাই যাচ্ছে উনি ব্লগে পোস্টের বন্যা বইয়ে দেবেন
358480
০৪ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০৩:১৮
চেতনাবিলাস লিখেছেন : জনাব কি বলে যে আপনাকে ধন্যবাদ জানাবো ঠিক. বুঝতে পারছিনা। আপনি আমার প্রতিটা লেখায় ইতিবাচক কমেন্ট করে উতসাহ দিয়ে যাচ্ছেন .কিন্তু আমার মোবাইলের কমেন্ট এর জবাব অপশনে সমস্যা থাকায় আমি কারও কমেন্টেরই জবাব দিতে পারিনা। কমেন্ট এর জবাব দিতে আর ধন্যবাদ জানাতে আমাকে সবার ব্লগে যেতে হয়।
১০
362162
১১ মার্চ ২০১৬ দুপুর ০২:৩১
গাজী সালাউদ্দিন লিখেছেন : আরে বইলেন না, ইদানিং কি যের হইতেছে, কিছুই বুঝা যায়না, আমার অনেক ছোট ভাই আঈডি খুলে লেখা দিয়ে যাচ্ছে কিন্তু প্রথম পাতায় ছাপানো হচ্ছেনা। এই এক আজিব মডারেটর!
১৩ মার্চ ২০১৬ দুপুর ০২:৩৩
300242
হতভাগা লিখেছেন : জুলিয়া , রবার্ট এরা ঠিকই লগ ইন করে বসে থাকে 24x60x60x365 seconds । কিন্তু কোন কমেন্টের ধারে কাছেও যান না । এখনও দেখেন লগ ইন করে ঠিকই ওয়াচে রাখতেছে ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File