গ্রহণ করো.....
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৮ নভেম্বর, ২০১৫, ০৭:০৫:০০ সন্ধ্যা
তোমায় আমি রোজই দেখি সবখানে
কেন দেখি কোথায় দেখি নেই মানে।
উপর নিচে ডানে বাঁয়ে যেদিক তাকায়
তোমায় দেখি কেবল তোমায় ঘূর্ণী চাকায়।
সকাল দেখি বিকেল দেখি সন্ধ্যা রাতে
ক্ষণে ক্ষণে হয় যে দেখা তেমার সাথে।
তুমিই কেবল, কেবল তুমি নাইতো কিছু
ছুটবো বলো তুমি ছাড়া কার পিছু !
আমাকে নাও গ্রহণ করে যদি পারো
পথ যে আর নাইতো জানা যদি ছাড়ো।
বিষয়: বিবিধ
১১৩১ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মা শা আল্লাহ..
খুব সুন্দর ভাবের কবিতা
জাযাকাল্লাহ..
কিন্তু
যত্ন কম হলে যা হয়..
খাওয়া নিয়ে ব্যস্ত থাকলে এমনটা হতেই পারে
মন্তব্য করতে লগইন করুন