ফেসবুক বন্ধ হওয়ায় খুশী★★

লিখেছেন লিখেছেন সামছুল ১৮ নভেম্বর, ২০১৫, ০৭:২২:২২ সন্ধ্যা

ফেসবুকের ভুয়া পেজগুলোর যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া গেল সাময়িকভাবে। একসময় বাংলা ব্লগ সাইটগুলোতে কত প্রতিভাবান মানুষের পদচারণা ছিল, জনপ্রিয়তার লোভে সবাই ফেসবুকেই ব্লগ লিখে,ফেসবুক ছাড়া যদিও চলা যায় না তবে বন্ধ থাকলে ব্লগ সাইটগুলো জমে উঠবে।

বিষয়: বিবিধ

১১৩৬ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

350201
১৮ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:২৭
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : ফেসবুক ছাড়া কি একদিনও চলে নাকি আমাদের? খুব কষ্টে আছি। মনে হচ্ছে আদিম যুগে বাস করি।
১৮ নভেম্বর ২০১৫ রাত ০৯:৩৪
290702
সামছুল লিখেছেন : ফেসবুক আমরা ড্রাগ অ্যাডিক্টেড হয়ে গেছি। দু-তিন ঘন্টা পর পর ফেবুর ডোজ না নিলে মাথা-বুকে ব্যাথা শুরু হয়ে যায়! তাই আমি মনে করি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের মত ফেইসবুকাসক্ত নিরাময় কেন্দ্রও খোলা দরকার!!
350211
১৮ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৪১
আফরা লিখেছেন : ভাল হইছে --------।
350228
১৮ নভেম্বর ২০১৫ রাত ০৮:১০
ব্লগার শঙ্খচিল লিখেছেন : ঠিক বলেছেন ।
350231
১৮ নভেম্বর ২০১৫ রাত ০৮:১৬
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ব্লগার শঙ্খচিল লিখেছেন : ঠিক বলেছেন । সহমত পোষণ করছি.. ধন্যবাদ
১৯ নভেম্বর ২০১৫ সকাল ০৮:৪৯
290750
ব্লগার শঙ্খচিল লিখেছেন : মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম , ধন্যবাদ
350249
১৮ নভেম্বর ২০১৫ রাত ০৯:১৩
এ এম ডি লিখেছেন : পিলাচ
350255
১৮ নভেম্বর ২০১৫ রাত ১০:২৪
সত্যলিখন লিখেছেন :
350375
১৯ নভেম্বর ২০১৫ দুপুর ০১:৪৬
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আমার কাছেও এটাকে অপ্রয়োজনীয় মনে হয়।
353935
১৪ ডিসেম্বর ২০১৫ দুপুর ১২:০৮
গাজী সালাউদ্দিন লিখেছেন : এক বোনের মন্তব্য, "ভাইয়া, আমার কাছে মনে হয়, এই ব্লগটা এখন অর্ধ মৃত"। তিনি যথার্থই বলেছেন, আপনাদের সম্মিলিত অনুস্পস্থিতি বিডিটুডের ভবিষ্যৎ নিয়ে পাঠকদের খুব ভাবাচ্ছে। আগের সেই সরগরম অবস্থা এখন আর নেই, এ আসেনা, ও আসেনা, সে আসেনা, তাই আমারও আসতে ভালো লাগে না, অতঃপর নিরুত্তাপ... এমন প্রবণতা থেকে বেরিয়ে আসা উচিৎ।
প্লিজ, কারো দিকে আর তাকিয়ে থাকা নয়, কেউ আসুক অথবা নাই আসুক, আপনি আসছেন, লিখছেন, ভালো কিছু উপহার দেয়ার চেষ্টা করছেন, এটাই নিশ্চিত করুন!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File