শিয়ালের কাছে মুরগী বর্গা দেওয়া যেমন মূর্খতা, ঠিক তেমনি বাংলাদেশের কল্যাণ কামনায় ভারত কে বিশ্বাস করাও মূর্খতা।

লিখেছেন লিখেছেন সামছুল ০৯ এপ্রিল, ২০১৭, ০৮:১০:৩৩ সকাল

শিয়ালের কাছে মুরগী বর্গা দেওয়া যেমন মূর্খতা, ঠিক তেমনি বাংলাদেশের কল্যাণ কামনায় ভারত কে বিশ্বাস করাও মূর্খতা। আমাকে ভুল বুঝবেন না।আমি কখনই ইন্ডিয়ার স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ইন্ডিয়ান জনগণের বিরুদ্ধে নই । আমি শুধুমাত্র তাদের সরকারের ভুল পলিসির বিরুদ্ধি।১০ বছর ধরে মালয়েশিয়াতে আমার ব্যক্তি জীবনে অনেকে ইন্ডিয়ার বন্ধুদের সাথে ভালো সম্পর্ক আছে ।আমি কখনো ইন্ডিয়ার ধ্বংস কামনা করি না । বার বার তাদের সরকারের সুমতি কামনা করি।বাংলাদেশকে একটা স্বনির্ভর দেশ নির্মাণ করতে হলে আমাদের কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই ভারতের বিরোধিতা করতে হবে। আমার অনেকে বন্ধু আছে ভারত বিরোধিতা মানে হিন্দু বিরোধিতা বুঝে থাকে। কিন্তু আমি কথাটা বলছি সম্পূর্ণ অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে। ছোটদেশকে তার নিজস্ব অস্তিত্ব টিকিয়ে রাখার প্রয়োজনেই বিশেষণ বিশেষ ক্ষেত্রে বড়দেশের বিরোধিতা করতে হয়। বড়দেশের বিরোধিতা করা একটি স্বাস্থ্যকর লক্ষণ। তাইওয়ান যদি মূল চীনের বিরুদ্ধে অর্থনৈতিক প্রবৃদ্ধির একটা চ্যালেঞ্জ গ্রহণ না করত তো এত দ্রুত তার অর্থনৈতিক উন্নতি ঘটত না।

বিষয়: বিবিধ

১০৬৪ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

382588
০৯ এপ্রিল ২০১৭ সন্ধ্যা ০৬:০৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মুরগীরা যখন শিয়ালকেই মনে করবে একমাত্র রক্ষক তখন শিয়াল এর দোষ কি।
382589
০৯ এপ্রিল ২০১৭ সন্ধ্যা ০৬:১৩
চেতনাবিলাস লিখেছেন : সহমর্মিতা। ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File