বছর ঘুরে আবার এলো ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস!!
লিখেছেন লিখেছেন সামছুল ১৬ ডিসেম্বর, ২০১৬, ০৪:৩৬:০০ রাত
বছর ঘুরে আবার এলো ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস!! পৃথিবীর সব স্বাধীন দেশের স্বাধীনতা দিবস থাকলেও বিজয় দিবস থাকে না।কিন্তুক সেই বিরল সৌভাগ্যের অধিকারী দেশ আমার প্রান প্রিয় বাংলাদেশ।আর আমি সেই দেশের গর্বিত নাগরিক।যেসব কীর্তিমান মানুষের আত্মত্যাগে এই বিজয় সম্ভব হয়েছিল, বিজয়ের দিনে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। যেসব বীর মুক্তিযোদ্ধা নয় মাসের রক্তক্ষয়ী লড়াইয়ের মধ্য দিয়ে এ বিজয়কে অনিবার্য করে তুলেছিলেন, দেশ-মাতৃকা স্বাধীন করার জন্য যারা আপন প্রাণ বিলিয়ে দিয়েছেন। বিজয় দিবসে মালয়েশিয়া প্রবাসীদের পক্ষে থেকে তাঁদের প্রতি জানাই সশ্রদ্ধ অভিবাদন।
বিষয়: বিবিধ
১১০৫ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আর যারা পালিয়ে গিয়েছিল + পাকিস্তান সরকারের চাকুরি করে গেছে তাদের অবস্থা + গলাবাজি দেখে মনে হয় তারাই মুক্তিযুদ্ধের আসল চেতনা ধারন-লালন-পালন করে আসছে ।
মন্তব্য করতে লগইন করুন