শিরোনামহীন

লিখেছেন লিখেছেন আরিফা জাহান ১৬ ডিসেম্বর, ২০১৬, ০৩:২৫:৩৫ রাত



আমি স্বার্থপর নই ! তোমার বাড়ানো দু'হাত আমি উপেক্ষা করিনি ।

বিশ্বাস করো হাসি অথবা সুখ কোনটাই আমার জন্য রাখিনি ।

এমনকি ভালোবাসাও না ।

জীবনের সব প্রাচুর্য ফেলে রিক্ত হাতে আমার হৃদয় দুয়ারে দাঁড়িয়েছ !

কেন ?

কি আছে আমার আমার যে দু'হাত দিবো ভরে !

দেখতে পাচ্ছো প্রিয় ?

দেখতে পাচ্ছো ওই মেঘে ঢাকা সূর্য? ওই চাঁদ ?

সবুজ পৃথিবীটা হয়েছে ম্লান !

আমার দুয়ারে যে শুধু তোমার ছায়াই দেখছি ।

আমি যে দেখিনা তোমার দুনয়ন ।

কেন বাড়াও দু'হাত !

কেন আকুল কণ্ঠে আমার নাম করো !

আমায় ঋণী করোনা, আমায় অকৃতজ্ঞ বানিওনা !

প্রিয় ! বিশ্বাস করো আমি স্বার্থপর নই ।

বিশ্বাস করো হাসি অথবা সুখ কোনটাই আমার জন্য রাখিনি ।

এমনকি ভালোবাসাও না !

বিষয়: বিবিধ

১০১৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File