{{}}{{ চৈতালী দুপুরে }}{{}}
লিখেছেন লিখেছেন শেখের পোলা ১৮ নভেম্বর, ২০১৫, ০৮:০২:২৮ রাত
বসে আছি জানালায় চৈতালী দুপুরে,
কারা যেন ঝাঁপ দেয় হীরুদের পুকুরে৷
মাঠ ঘাট ফুটি ফাটা খাঁ খাঁ করে রদ্দুর,
উদাস নয়নে দেখি চোখ যায় যদ্দুর৷
সাদা সাদা মেঘগুলো ভেঁসে যায় নিরবে,
কালো মেঘ আসে যদি বৃষ্টিটা ঝরাবে।
হঠাৎ পুকুর পাড়ে শোনা গেল হৈ চৈ,
ঝাঁপিয়ে পড়িল বটে তার পর গেল কই?
হৈ চৈ হাঁক ডাক জড়ো হল অনেকেই,
ঘাটলাটা ভরে গেল লোক জনে ক্ষনেকেই৷
জাল টানো দড়ি আনো লম্বা বাঁশ চাই,
কেউ বলে ভাল হবে ডুবুরীর নামাটাই৷
ডানপিঠে ছেলে গুলো শাসনতো মানে না,
বিপদ কখন আসে কেউতো তা জানেনা৷
নীতি কথা বলে বা কেউ তর্জনী নাড়ছে,
পটলারে কই গেলি মায় ডাক পাড়ছে৷
‘এইতো মা এখানে’ ভেঁসে আসে কথাটা,
কলমী শাকের আড়ে দেখা যায় মাথাটা৷
বিলাপ ভুলিয়া মা’য় ঝাঁপ দেয় পুকুরে,
ঘটনটা ঘটে ছিল চৈতালী দুপুরে৷
বিষয়: বিবিধ
১১০১ বার পঠিত, ২৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কবিতা অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ চাচাজান ।
অগ্রহায়ণ মাসে চৈতালী খবর-দারুণ তো..
ভাল লাগল... ধন্যবাদ
ভাব এবং অন্তমিল দারুণ লাগলো।
দেশে নাই ফেসবুক কোন যোগাযোগ।
মন্তব্য করতে লগইন করুন