রাইস কুকারে ভাপা পিঠা

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৮ নভেম্বর, ২০১৫, ০৫:৫৯:০৭ বিকাল



আমরা যারা প্রবাসে থাকি শীত কালে একটা পিঠা খুব মিস করি সেটা হলো ভাপা পিঠা। বোন, মা, খালারা বানায় আর আমরা খাই। প্রবাসে সে উপায় নাই। গতকাল অপিষ ছুটির সময় ভাবলাম নিজে বানালে কেমন হয়!!! যেই ভাবা সেই কাজ যদিও ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার।

বাসায় গিয়ে দেখি চালের গুড়ার প্যাকেট আছে, নারিকেল ও আছে, গুড় নেই, ভাবলাম আগে এমনিতে বানিয়ে দেখি হলে, পরে আয়োজ করে বানানো যাবে।

চালের গুড়া হালকা পানি দিয়ে মেখে নিলাম, তারপর চেলে নিলাম, ইউটিউবে এক বাঙলাদেশী ভদ্রমহিলার পোষ্ট দেখলাম তিনি বললেন ৩/৪ঘন্টা রেখে দিয়ে বানাতে, আমার তর সইলনা ১ঘন্টা পর বানানো শুরু করলাম।

রাইসকুকার এর ঢাকনা রেখে তার উপর কুকিজ টিনের ঢাকনা মাঝখানে ছিদ্র করে বসিয়ে দিলাম। বিসমিল্লাহ বলে শুরু। দেখলাম হয়ে গেল। কলিগ কাম রুমমেট ফয়সাল দেখেই খাওয়া শুরু, বললাম দাঁড়াও ছবিটা তুলে রাখি।

রেখে দিলাম, আপাতত, এবার গুড় জোগাড়ের পালা, এটার মাঝখানে নিউটেলা বা ক্রীম টাইপ কিছু এবঙ নারিকেল দিয়ে একটা টুইস্ট করা যায় কিনা ভাবছি গুড়ের বদলে।







বিষয়: বিবিধ

১৮০৫ বার পঠিত, ২৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

350189
১৮ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৫৫
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : মাশাল্লাহ! আপনি তো বড় বন্ধনবিদও বটে.. অনেক ধন্যবাদ
১৮ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:১১
290661
বাকপ্রবাস লিখেছেন : মজা পাচ্ছি রেধে
১৮ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:২৪
290666
শফিউর রহমান লিখেছেন : রন্ধনবিদ, তাই না?
১৮ নভেম্বর ২০১৫ রাত ০৮:১২
290684
বাকপ্রবাস লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
350203
১৮ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৩০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : পদ্ধতিটা একটু ডিটেইল বলেন তো!!
১৮ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৩৪
290674
বাকপ্রবাস লিখেছেন : নিচে ছবিতে দেখুন, জাষ্ট রাইসকুকারে ঢাকনা চেন্জ করা হয়েছে ভেতরে পানি, পদ্ধতি আগেরটাই
350209
১৮ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৩৪
শেখের পোলা লিখেছেন : নুতন উদ্ভাবন৷ দারুন ব্রেন বলতে হবে৷ ধন্যবাদ৷
১৮ নভেম্বর ২০১৫ রাত ০৮:১২
290685
বাকপ্রবাস লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
350215
১৮ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৪৭
আফরা লিখেছেন : ভাপা পিঠা বানানো কোন কঠিন কাজ না এটা সবাই পারে ভাইয়া ।
১৮ নভেম্বর ২০১৫ রাত ০৮:১৩
290686
বাকপ্রবাস লিখেছেন : ছেলে হলে আর বিদেশ হলে একটা ব্যাপার বটে
350218
১৮ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৫৫
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : খুব ভালো লাগলো পড়ে। নিজে নিজে ট্রাই মারবো দেখি কাজ হয় কিনা। তবে না পারলে কিন্তু আপনার খবর আছে। phbbbbt phbbbbt
১৮ নভেম্বর ২০১৫ রাত ০৮:১৩
290688
বাকপ্রবাস লিখেছেন : ইজি আছে দেখেন ট্রাই করে
350259
১৮ নভেম্বর ২০১৫ রাত ১০:৩৮
আবু জান্নাত লিখেছেন : Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat
১৯ নভেম্বর ২০১৫ দুপুর ০১:২১
290794
বাকপ্রবাস লিখেছেন : Tongue Love Struck Love Struck Angel
350260
১৮ নভেম্বর ২০১৫ রাত ১০:৩৯
সত্যলিখন লিখেছেন :

১৯ নভেম্বর ২০১৫ দুপুর ০১:২২
290795
বাকপ্রবাস লিখেছেন : মিষ্টিও বানাবো, তখন পোষ্ট করা হবে
১৯ নভেম্বর ২০১৫ দুপুর ০২:৪৩
290818
আবু জান্নাত লিখেছেন : ডায়াবেটিসের ভয় Crying Crying Crying Crying Crying Crying Crying Crying Crying Crying
১৯ নভেম্বর ২০১৫ দুপুর ০২:৪৫
290822
বাকপ্রবাস লিখেছেন : ঝালমিষ্টি বানালে কেমন হয়Tongue
১৯ নভেম্বর ২০১৫ বিকাল ০৪:২৩
290837
সত্যলিখন লিখেছেন : @আবু জান্নাত

350265
১৮ নভেম্বর ২০১৫ রাত ১০:৫২
বৃত্তের বাইরে লিখেছেন : দারুণ তো আইডিয়াটা! কাতারে রেস্টুরেন্ট দিয়ে দেন।
১৯ নভেম্বর ২০১৫ দুপুর ০১:২৩
290796
বাকপ্রবাস লিখেছেন : আগে শিখে নিই, একটা একটা করে শিখছি, তবে দোকান দেবার সম্ভবনা নাই
350376
১৯ নভেম্বর ২০১৫ দুপুর ০১:৪৮
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : ইনশাআল্লাহ ট্রাই করে দেখব। ভাল রেসিপি ভাইয়া।
১৯ নভেম্বর ২০১৫ দুপুর ০২:০৩
290806
বাকপ্রবাস লিখেছেন : প্রবাসীদের জন্য ভাল একটা ব্যাপার, সহজে বানাতে পারবে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File