রামরাজ্যের ধ্বজাধারী ইন্ডিয়ার সকল আশা একে একে পূরণ করা হচ্ছে..

লিখেছেন লিখেছেন বার্তা কেন্দ্র ১৮ নভেম্বর, ২০১৫, ০৬:১৪:৪৫ সন্ধ্যা



১.

ঘাদানি নেতা ও আওয়ামী কিলার এটর্নী জেনারেল মাহবুব বলেছেন, এ রায়ে জাতির আশা পূরণ হয়েছে। আসলে আলী আহসান মুজাহিদ এবং সালাউদ্দিন কাদের চৌধুরীর সরকারী হত্যাকাণ্ডে ইন্ডিয়ার আশা পূর্ণ হয়েছে। ওরা একে একে ভারতের স্বার্থ বিরোধী বা বাংলাদেশী জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসীদের জুডিশিয়াল কিলিংএর মাধ্যমে শেষ করে দেবে। এটা শয়তান আমেরিকার কৌশলে ইরাকের সাদ্দাম, লিবিয়ার গাদ্দাফী, ফিলিস্তিনের হামাস নেতাদের, মিশরের নেতৃবৃন্দসহ মুসলিম বিশ্বের প্রভাবশালী নেতাদের শেষ করে দিচ্ছে।

সাবেক তত্বাবধায়ক সরকারের একজন কুপদেষ্টা (নাম মনে নেই) বলেছিলেন, বাংলাদেশকে এমন ভাবে ভারতের আষ্টেপৃষ্টে জড়িয়ে ফেলা হবে যাতে আর যে ক্ষমতায় আসুক এর থেকে বের হতে পারবে না। একে একে ট্রানজিট, বন্দর, মিডিয়া, সব ভারতের স্বার্থে ব্যবহার করা হচ্ছে।

শিবসেনা, আরএসএস, বিজেপি-সবার লক্ষ্য অখন্ড ভারত প্রতিষ্ঠা। আমরা যারা আওয়ামী লীগ, যুব লীগ, ছাত্রলীগ করি-তারা কি কখনও এ সবের খবর রাখেন? লীগ নেতারা যে যত পারে দেশের স্বার্থ বিলিয়ে দিয়ে ক্ষমতায় থাকাকেই শ্রেয় মনে করে। মনে রাখবেন এ দেশ কখনো পাকিস্তানের খপ্পরে পড়বে না, তবে ভারতের হুমকি থেকে বাঁচতে কঠিন হবে।



২.

আল কায়েদার পর আইসিস..এ পর কোন নাটক?

এতকাল বলে অভিশপ্ত ইয়াহুদীরা কুকর্ম করে আল্ কায়েদার নামে চাপিয়ে দিত। এখন নতুন করে আল কাযেদাকে বাদ দিয়ে আইসিস গঠন করেছে স্বয়ং আমেরিকা। এর পর অন্য কোন নামে আসবেই..

৩.

বাংলাদেশ ও পাকিস্তানের সমস্ত বোমা বিস্ফোরণে “র” জড়িত থাকে..

অন্য কোন দেশে হলে বোমা হামলা হলে যেমন-ফ্রান্স তাহলে আইসিস, আল কায়েদা-কিন্তু বাংলাদেশে হলে বিএনপি-জামায়াত বোমা ফাটায়? সরকারের গুন্ডাবাহিনী করলেও মিডিয়ার মাধ্যমে চাপিয়য়ে দেয় তাদেও উপর। “র” কেন নয়? এদেশের প্রতিটি জঘন্য হত্যাকাণ্ডে ভারতের গোয়েন্দা সংস্থা “ও” এর প্রত্যক্ষ বা পরোক্ষ ভুমিকা থাকে। এটা প্রমাণিত।


ঘটনার আবহ, লক্ষ্য, উদ্দেশ্য-সবই দিবালোকের মত পরিষ্কার। ওহে মুসলমানগণ কবে এসব ষড়যন্ত্র বুঝতে পারবে? ইয়াহুদী এবং মুশরিক (ভারত)ই সবচেয়ে বড় শত্র“ মুসলমানদের। পবিত্র কুরআনে একথা আছে। আজ ইয়াহুদী-মুশরিক-খৃষ্টান চক্র (তাদের সাথে কিছু মুসলিম নামধারী শাসক, ক্ষমতাকে টিকিয়ে রাখতে দেশকে বিক্রি করে হলেও) মুসলিম হত্যায় বিশ্বব্যাপী জঘণ্য খেলায় মেতে উঠেছে। আর কতকাল ঘুমিয়ে থাকবেন?




৪.

আশাকরি গত ১৫ দিনের দেশব্যাপী বিশেষ অভিযানের মূল উদ্দেশ্যে সবাই বুঝতে পেরেছেন। এর কারণ সাকা-মুজাহিদকে হত্যার প্রতিবাদ যাতে কেউ করতে না পারে।আর যারা মত প্রকাশের স্বাধীনতা কথা বলেন-তারা কুমতলবকে টিকিয়ে রাখতে মত প্রকাশকে বাধাগ্রস্ত করে..বাংলাদেশের সব রকমের মিডিয়া এখন ‍"র"এর নিয়ন্ত্রণে। এমনকি পুরো দেশটাও?

বিষয়: বিবিধ

১৩০১ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

350200
১৮ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:২৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : জাতির আশাই যদি পুরন হয় তবে বন্ধ কেন ফেসবুক,হোয়াটস আ্যপ!!
১৯ নভেম্বর ২০১৫ রাত ০৮:১৬
290864
বার্তা কেন্দ্র লিখেছেন : ধন্যবাদ ধন্যবাদ..
350207
১৮ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৩১
শেখের পোলা লিখেছেন : পাপের প্রায়শ্চিত্ত করতেই হবে৷ আল্লাহ সে ঘোষণাও দিয়েছেন৷
১৯ নভেম্বর ২০১৫ রাত ০৮:১৭
290865
বার্তা কেন্দ্র লিখেছেন : হুম বুঝলাম.. অনেক ধন্যবাদ
350229
১৮ নভেম্বর ২০১৫ রাত ০৮:১০
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : হুম..ভাবনার বিষয়। কেন আমরা বুঝি না? ধন্যবাদ
১৯ নভেম্বর ২০১৫ রাত ০৮:১৭
290866
বার্তা কেন্দ্র লিখেছেন : Happy>- Happy>- Happy>-
350320
১৯ নভেম্বর ২০১৫ সকাল ০৯:৫৬
হতভাগা লিখেছেন : যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে দেশ রাহুমুক্ত হচ্ছে
১৯ নভেম্বর ২০১৫ রাত ০৮:১৭
290867
বার্তা কেন্দ্র লিখেছেন : তোরে কইছে ব্যাটা?
২২ নভেম্বর ২০১৫ সকাল ০৮:৪৪
291142
হতভাগা লিখেছেন : বাদ যাবে না চুনোপুটিও
২২ নভেম্বর ২০১৫ দুপুর ১২:৪১
291202
বার্তা কেন্দ্র লিখেছেন : এলার্জি আছে নাকি?
২২ নভেম্বর ২০১৫ দুপুর ১২:৫৩
291206
হতভাগা লিখেছেন : নাহ্‌ ! স্বস্তি অনূভুত হচ্ছে ।

Can you dig it সাকা...র
২২ নভেম্বর ২০১৫ বিকাল ০৫:৫৭
291260
বার্তা কেন্দ্র লিখেছেন : শেমুর?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File