- সুমনা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১১ নভেম্বর, ২০১৫, ০১:৩১:২১ দুপুর
কেউ করে রান্না
কেই করে কান্না
কেউ বলে আরো চাই
কেউ বলে আর না।
আমি শুধু চেয়ে থাকি
খাতা পেলে আঁকিবুকি
ভাবি শুধু ছড়া লিখি
সুমনা তা চায়না।
কেউ ভাবে ঠিক আছে
ধান হয়না আম গাছে
ধরতে গেলে হালচাষে
মান ইজ্জত যায় পাছে।
আমি শুধু হেঁটে যাই
হেঁটে হেঁটে ভেবে যাই
কিছুই কি করার নাই!
সুমনা রেগে আছে।
কেউ বলে থাকনা
যেতে চাইলে যাকনা
কেউকি আর থাকে বল!
গজালে তার পাখনা।
আমার নেই রাগঢাক
নেই কোন হাঁকডাক
মন তবু ভাবে শুধু
সুমনার ভাবনা।
বিষয়: বিবিধ
১০৬০ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সুমনাটা কে?
কবিতা সুন্দর হয়েছে।
মুকিমটা বাদ দিলে বাকিটায় আসলনাম
আমরা কেউ জানি না,
হোয়াট ইজ ঘটনা?
উমামার মা লাঠি হাতে,
আসছে ঐ তেড়ে ।
যদি চান বাঁচতে
দৌড় লাগান ঝেড়ে।
হাত জোড়ে মাফ চাই
উমামার মা আসছে
সুমনা তাই ভাগছে
আমি ঠিকই বুঝেছি
ছদ্ধনামের সুমনা
অন্য আর কেও নন
তিনি উমামার মা।
ভাবছিলাম হতে পারে কে এই সুমনা?
আমি খানা পাইনা!
এমন করে রেগোনা৷
অঘটন ঘটে যদি
অমন করে ভেগোনা৷
মানুষটাযে তোমারই
আসলেকি বোঝনা৷
পালিয়ে গেলাম তা ধেই
মন্তব্য করতে লগইন করুন