- সুমনা

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১১ নভেম্বর, ২০১৫, ০১:৩১:২১ দুপুর

Love Struck

কেউ করে রান্না

কেই করে কান্না

কেউ বলে আরো চাই

কেউ বলে আর না।

আমি শুধু চেয়ে থাকি

খাতা পেলে আঁকিবুকি

ভাবি শুধু ছড়া লিখি

সুমনা তা চায়না।

Tongue

কেউ ভাবে ঠিক আছে

ধান হয়না আম গাছে

ধরতে গেলে হালচাষে

মান ইজ্জত যায় পাছে।

আমি শুধু হেঁটে যাই

হেঁটে হেঁটে ভেবে যাই

কিছুই কি করার নাই!

সুমনা রেগে আছে।

Crying

কেউ বলে থাকনা

যেতে চাইলে যাকনা

কেউকি আর থাকে বল!

গজালে তার পাখনা।

আমার নেই রাগঢাক

নেই কোন হাঁকডাক

মন তবু ভাবে শুধু

সুমনার ভাবনা।

বিষয়: বিবিধ

১০৬০ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

349379
১১ নভেম্বর ২০১৫ দুপুর ০১:৫৯
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআ'লাইকুম ।

সুমনাটা কে?

কবিতা সুন্দর হয়েছে।
১১ নভেম্বর ২০১৫ দুপুর ০২:০১
289981
বাকপ্রবাস লিখেছেন : জানিনাতো, ছন্দ দোলায় নামটা চলে আসল
১১ নভেম্বর ২০১৫ দুপুর ০২:৪৩
289985
প্যারিস থেকে আমি লিখেছেন : উমামার মায়ের ছ্দ্ধ নাম।
১১ নভেম্বর ২০১৫ বিকাল ০৪:৩৯
290002
বাকপ্রবাস লিখেছেন : ঘরের কথা পরে রটায় কেমনেSurprised
মুকিমটা বাদ দিলে বাকিটায় আসলনাম
349384
১১ নভেম্বর ২০১৫ দুপুর ০২:১৯
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : কে এই সুমনা
আমরা কেউ জানি না,
হোয়াট ইজ ঘটনা?

উমামার মা লাঠি হাতে,
আসছে ঐ তেড়ে ।
যদি চান বাঁচতে
দৌড় লাগান ঝেড়ে।

Cheer Cheer Cheer Rolling on the Floor Rolling on the Floor
১১ নভেম্বর ২০১৫ দুপুর ০২:৩৭
289984
বাকপ্রবাস লিখেছেন : নাই নাই আমি নাই
হাত জোড়ে মাফ চাই
উমামার মা আসছে
সুমনা তাই ভাগছে
349388
১১ নভেম্বর ২০১৫ দুপুর ০২:৪৭
প্যারিস থেকে আমি লিখেছেন :
আমি ঠিকই বুঝেছি
ছদ্ধনামের সুমনা
অন্য আর কেও নন
তিনি উমামার মা।
১১ নভেম্বর ২০১৫ দুপুর ০৩:২০
289991
বাকপ্রবাস লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
349390
১১ নভেম্বর ২০১৫ দুপুর ০২:৫৩
নাবিক লিখেছেন : ঘটনা তো সুবিধার না Rolling on the Floor
১১ নভেম্বর ২০১৫ দুপুর ০৩:২১
289993
বাকপ্রবাস লিখেছেন : কাউরে কিছু কইয়েননা
349402
১১ নভেম্বর ২০১৫ বিকাল ০৫:৪৯
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আপনার লিখা পড়ে হয়ে গেছি আনমনা
ভাবছিলাম হতে পারে কে এই সুমনা?
১১ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:০২
290004
বাকপ্রবাস লিখেছেন : হা হা হা আমিও কিন্ত জানিনা Rolling on the Floor
349412
১১ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:২৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আইছে আবার সুমনা!!

আমি খানা পাইনা!
১১ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৩০
290008
বাকপ্রবাস লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
349422
১১ নভেম্বর ২০১৫ রাত ০৮:০৬
শেখের পোলা লিখেছেন : সুমনাগো সুমনা
এমন করে রেগোনা৷
অঘটন ঘটে যদি
অমন করে ভেগোনা৷
মানুষটাযে তোমারই
আসলেকি বোঝনা৷
১২ নভেম্বর ২০১৫ সকাল ১১:১৭
290059
বাকপ্রবাস লিখেছেন : মিষ্টি কথায় কাজ নেইRolling on the Floor
পালিয়ে গেলাম তা ধেইRolling on the Floor
349444
১১ নভেম্বর ২০১৫ রাত ০৯:৪৮
১২ নভেম্বর ২০১৫ সকাল ১১:১৭
290060
বাকপ্রবাস লিখেছেন : Good Luck Good Luck Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File