***** তাকদির (অণুগল্প) *****
লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ১১ নভেম্বর, ২০১৫, ০২:৪০:৪১ দুপুর
বস তার মেয়েকে বিয়ের জন্য প্রস্তাব দিয়েছেন,কিভাবে বসের প্রস্তাব ফিরিয়ে দেয় রাকিন। তাই বলে বসের প্রস্তাব শুনেই কেমন করে বলে, স্যার আমি রাজি। বললো, স্যার আপনি আমার বাবা মা'র সাথে কথা বলেন। স্যার বুঝে নিলেন, রাকিন তার মেয়েকে বিয়ে করতে রাজি আছে। বললেন, একবার সময় করে বাসায় এসো, মেয়ের সাথে পরিচয় করিয়ে দেব। তুমিও দেখে নেবে,পছন্দ হয় কি না ।
রাকিন মনে মনে বললো, আমি কি আপনার মেয়েকে দেখিনি ? যতবারই আপনার বাসায় গিয়েছি, ততবারই ২২/২৩ বছর বয়সের এক যুবতির সাথে আমার চোখাচোখি হয়েছে। আকর্ষনীয় চেহারার যুবতির পক্ষ থেকে মুচকি হাসি যে উপহার পাই নি, এরকম ও না ; যদিও কখনো কোন কথা হয় নি। যে কারো পছন্দ হবে যুবতিকে।তাহলে আমি কেন স্যারের প্রস্তাব ফিরিয়ে দেব।
বাসায় গিয়ে বাবা মা'কে বসের দেয়া প্রস্তাবের কথা জানালো রাকিন। বলে দিলো, মেয়ে আমার দেখা আছে, আর দেখতে হবে না। স্যার প্রস্তাব দিলেই যেন সাড়া দিয়ে বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলেন। বড়লোক মানুষের মন । কখন আবার বদলে যায়।
যথারীতি নির্ধারীত তারিখে একটি কমিউনিটি সেন্টারে অনেক ধুমধামের মধ্যে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হলো। বউকে নিয়ে বাসায় ফিরেছে। অনেক টাকা পয়সা খরচ করে বাসরঘর সাজিয়েছে রাকিন। বড়লোকের সুন্দরী মেয়ে। তার জন্যতো আর যাচ্ছেতাই বাসরঘর সাজালে হবেনা।
রাত ন'টায় রাকিন আর নব বধুকে বাসরঘরে দেয়া হলো। লাল গোলাপ আর রজনীগন্ধা দিয়ে সাজানো খাটের মধ্যখানে রাকিনের বধু ঘোমটা মাথায় দিয়ে বসে আছে। রাকিন মহাখুশি মনে খাটের দিকে এগিয়ে যাচ্ছি। অনেক বড়লোকের একটা সুন্দরী মেয়েকে বিয়ে করতে পেরেছে, এই খুশিতে সে মহারাজার মত করে নববধুর পাশে গিয়ে বসলো।
বুকের মাঝে টিপ টিপ করছে। ভয় লাগতেছে,বড়লোকের মেয়ে ,যদি কোন কারনে রাগ করে বসে। তবুও যতটা সম্ভব বুকে সাহস নিয়ে আস্তে করে বধুর মাথা থেকে ঘোমটা সরালো রাকিন। নববধুর মুখটা দেখেই সে অজ্ঞান। এত কালো মেয়ে তার জীবনে দেখেনি। জ্ঞান ফেরার পর নববধুর কাছে জানতে চাইলো, তাদের বাসায় যে সুন্দরী মেয়েকে দেখেছে সে কে ? জানালো, তার সৎ মা।
বিষয়: সাহিত্য
১৬৭১ বার পঠিত, ৩৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভবিষ্যতে আরো চেষ্টা করবো।
ধন্যবাদ।
ধন্যবাদ।
অসাধারণ হয়েছে জনাব..
ধন্যবাদ।
ধন্যবাদ।
প্লিজ, কারো দিকে আর তাকিয়ে থাকা নয়, কেউ আসুক অথবা নাই আসুক, আপনি আসছেন, লিখছেন, ভালো কিছু উপহার দেয়ার চেষ্টা করছেন, এটাই নিশ্চিত করুন!
তবে আগামীকাল থেকেই......।
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন