- এসো জীবন গড়ি
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৫ অক্টোবর, ২০১৫, ০৬:১৩:৫১ সন্ধ্যা
কেউ যায় রাতে আবার কেউ যায় সকালে
কেউ আবার ভুলে যায় যেতে হবে অকালে।
কেউ যায় হাসিমুখে প্রস্তুতিটা রেখে
কেউ যায় গোমরা মুখ চুনকালি মেখে।
যেতে জানি হবে তবু চায়না কেউ যেতে
থেকে যেতে চায় সবে হাসিখুশী মেতে
ডাক যদি আসে তবে দিতেই হয় সাড়া
বলারতো নাই উপায় ভাই একটু দাঁড়া।
চল যাই যাবার আগে হিসাবটা করি
হক-হালাল, তাকওয়াতে জীবনটা গড়ি।
সহজ সরল সুন্দর থাকো বারো মাসে
নেই তবে ডর ভয় ডাক যদি আসে।
বিষয়: বিবিধ
১১২৭ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন