- এসো জীবন গড়ি

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৫ অক্টোবর, ২০১৫, ০৬:১৩:৫১ সন্ধ্যা

কেউ যায় রাতে আবার কেউ যায় সকালে

কেউ আবার ভুলে যায় যেতে হবে অকালে।

কেউ যায় হাসিমুখে প্রস্তুতিটা রেখে

কেউ যায় গোমরা মুখ চুনকালি মেখে।

যেতে জানি হবে তবু চায়না কেউ যেতে

থেকে যেতে চায় সবে হাসিখুশী মেতে

ডাক যদি আসে তবে দিতেই হয় সাড়া

বলারতো নাই উপায় ভাই একটু দাঁড়া।


চল যাই যাবার আগে হিসাবটা করি

হক-হালাল, তাকওয়াতে জীবনটা গড়ি।

সহজ সরল সুন্দর থাকো বারো মাসে

নেই তবে ডর ভয় ডাক যদি আসে।

বিষয়: বিবিধ

১১২৭ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

347176
২৫ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৭:৫৮
শেখের পোলা লিখেছেন : "পারা পারের থাকলে তাড়া, সঙ্গে নিও গাড়ি ভাড়া৷ জবাব দেহী করতে হবে ধরলে টিকিট কালেক্টর৷" ধন্যবাদ৷
২৫ অক্টোবর ২০১৫ রাত ০৮:৪১
288298
বাকপ্রবাস লিখেছেন : Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
347258
২৬ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৭:০১
আফরা লিখেছেন : যেতেই হবে সময় হলে । ধন্যবাদ ভাইয়া ।
২৬ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৭:৩৮
288359
বাকপ্রবাস লিখেছেন : ভালোনেই, ফেবু আইডি লক হয়েছে ২য় বারের মতো Crying
২৬ অক্টোবর ২০১৫ রাত ০৮:৫৫
288374
আফরা লিখেছেন : আইডি যখন বেশি হয় তখন এরকমই হয় ভাইয়া ।
347340
২৭ অক্টোবর ২০১৫ সকাল ১১:১৫
দ্য স্লেভ লিখেছেন : আহা দারুন কবিতা লিখেছেন
২৭ অক্টোবর ২০১৫ সকাল ১১:৫৩
288421
বাকপ্রবাস লিখেছেন : Good Luck Good Luck Good Luck Good Luck Smug Smug

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File