- মসিউল আনোয়ার খান
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৫ অক্টোবর, ২০১৫, ১১:৪৬:২১ সকাল
মসিউল আনোয়ার খান
স্কুলে যান
যেতে যেতে যেতে
পড়া ভুলে যান।
মসিউল আনোয়ার খান
বাজারে যান
যেতে যেতে যেতে
লিষ্ট গুলে খান।
মসিউল আনোয়ার খান
খেতে শুধু চান
খেতে খেতে খেতে
গলায় উঠে প্রাণ।
মসিউল আনোয়ার খান
গাইতে পারে গান
সাত সকালে জেগে
হারমুনিয়াম।
সা-রে-গা-মা-পা
পা-মা-গা-রে-সা
গায় গান মসিউল
নাচে কাকের ছা।
বিষয়: বিবিধ
৮৯১ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন