সাক্ষাৎকারে বিচারপতি মানিক , জামায়াত-নেতা সাঈদীকে তো আমি ছাড়া আর কেউ ফাঁসি দেননি।

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ২৫ অক্টোবর, ২০১৫, ১১:৪৮:৩৭ সকাল



সাক্ষাৎকারে বিচারপতি মানিক বলেন,

‘আমি মানবতাবিরোধী অপরাধের তিনটি মামলার রায় দিয়েছি। জামায়াত-নেতা সাঈদীকে তো আমি ছাড়া আর কেউ ফাঁসি দেননি।

https://shar.es/1uQpKv

বিচারপতি মানিক জানান, ‘আমি লন্ডনে আসার কয়েকদিন আগে ঢাকায় একটি বেসরকারি টেলিভিশনে বলেছিলাম, জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ করেছেন এমন কোনও প্রমাণ নেই। তিনি মূলত পাকিস্তানিদের খবরাখবর দিতেন। আর প্রত্যেক সেক্টর কমান্ডারের মুক্তিযুদ্ধের তথ্য পাওয়া যায়। কিন্তু জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধ করার ব্যাপারে কোনও তথ্য নেই। তিনি ছিলেন একজন পাকিস্তানপত্নী। আর এরপর থেকেই আমার ওপর হামলার পরিকল্পনা হয়।

২০১২ সালে হামলার কারণ সম্পর্কে তিনি বলেন, ‘আমি তাহের হত্যা মামলার জাজমেন্টে বলেছিলাম জিয়াউর রহমান ছিলেন ঠাণ্ডা মাথার খুনি।

তিনি বলেন, ‘আমি মানবতাবিরোধী অপরাধের তিনটি মামলার রায় দিয়েছি। জামায়াত-নেতা সাঈদীকে তো আমি ছাড়া আর কেউ ফাঁসি দেননি। এ কারণে জামায়াতও আমার ওপর টার্গেট করে।’

উনি কি ছিলেন আর কি তার পরিচয় ?

http://www.bdfirst.net/blog/blogdetail/detail/2601/muhon/68477#.VixsLberRix

সুপ্রিমকোর্টের আপিল বিভাগ থেকে সদ্য অবসরে যাওয়া বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক।

যদিও সুপ্রিমকোর্ট অফিসিয়াল চিঠিতে জানিয়েছে মিস্টার মানিক ব্রিটিশ নাগরিক।

তাহলে বেআইনি , সংবিধান লঙ্গন করে যে বিচারপতি বিচারিক আদালতে রায় দিয়েছেন সেটা কোন আইনে বৈধ হবে ?

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে কর্মরত অবস্থায় বিতর্কিত এবং বেআইনি বক্তব্য দিয়ে অপরাধ করেন শামছুদ্দিন চৌধুরী মানিক

বিষয়: বিবিধ

১৭৬৭ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

347154
২৫ অক্টোবর ২০১৫ বিকাল ০৫:০০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : যে বিচারপতি ফাঁসির আদেশ দেওয়ার কথা এইভাবে বলে সেই বিচারপতির আদেী বিচার করার নৈতিক অধিকার থাকে কি?
347181
২৫ অক্টোবর ২০১৫ রাত ০৮:৩৪
শেখের পোলা লিখেছেন : ওনি প্রবাসী মুক্তিযোদ্ধা,সাধারণ কেউ নন৷আবার বঙ্গবন্ধুর আদর্শের মানুষ৷ হোকনা বিদেশী তাতে কি? জামাতের পক্ষেতো আর বলেনি৷অতএব, সব সহী৷
347376
২৭ অক্টোবর ২০১৫ দুপুর ০২:০৬
হতভাগা লিখেছেন : উনারা জিয়াকে যতই পঁচাতেন চান জিয়া ততই পলিশড হয়ে ওঠেন ।

উনি ৭১ এ কোন সেক্টরে যুদ্ধ করেছেন জানতে চাই

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File