# ডংকি জব

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৭ অক্টোবর, ২০১৫, ০৫:৫৫:৫১ বিকাল



গাধার মতো খাটুনি ঘোড়ার মতো দৌঁড়

সারাটা দিন খেটে তবু মন পেলামনা তোর।

এটা করি ওটা করি টানি জীবনের ঘানি

ফুসরত নেই তেষ্টা পেলে দিলে দেব পানি।

ধ্যুর শালার কাজ হবেনা মরা ফুলের টব

ডংকি জব, ডংকি জব, ডংকি জব।।


দিন ফুরালে সন্ধ্যা নামে রাতে উঠে তারা

বাজার হাতে তখন আমার ঘরে ফেরার তাড়া।

রোজ রোজ একই নিয়ম চলছে বছর ভর

বিয়েশাদীর উৎকো খরচ মধ্য মাসের ডর।

ধ্যুর শালার চেন্জ হবেনা লেখা আছে সব

ডংকি জব, ডংকি জব, ডংকি জব।।


বছর শেষে নাই প্রমোশন বাড়েনা আর বেতন

কথায় কথায় উল্টো ঝারি নীতি কথার কেতন।

যেই কেরানী সেই কেরানী হয়না কিছুই বদল

তোষামোদীর চাকরী যাদের বাজায় কেবল বগল।

ধ্যুর শালার আর পারিনা ভাল্লাগেনা সব

ডংকি জব, ডংকি জব, ডংকি জব।।


বিষয়: বিবিধ

১০৬৭ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

344848
০৭ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৬:১৩
নজরুল ইসলাম টিপু লিখেছেন : বছর শেষে নাই প্রমোশন বাড়েনা আর বেতন
কথায় কথায় উল্টো ঝারি নীতি কথার কেতন।
যেই কেরানী সেই কেরানী হয়না কিছুই বদল
তোষামোদীর চাকরী যাদের বাজায় কেবল বগ...... ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৮ অক্টোবর ২০১৫ দুপুর ১২:০১
286244
বাকপ্রবাস লিখেছেন : খুবই ধন্যবাদ জানবেন বড় ভাই
344849
০৭ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৬:১৭
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

Crying Crying Crying Crying Crying Crying
m/ m/ m/ m/ m/ m/ m/ m/ m/ m/ m/ m/
০৮ অক্টোবর ২০১৫ দুপুর ১২:০২
286245
বাকপ্রবাস লিখেছেন : ওয়াইলাইকুম আসসালাম, খুব করে ধন্যবাদ নেবেন
344850
০৭ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৬:৩২
নাবিক লিখেছেন : ছেড়ে দেন জব,
ফুল বেচেন
চারা বেচেন,
সাথে নিয়ে টব।।
Rolling on the Floor Rolling on the Floor
০৮ অক্টোবর ২০১৫ দুপুর ১২:০৩
286246
বাকপ্রবাস লিখেছেন : হোক তাই
দিলাম ছেড়ে
গেলাম তেড়ে
আবার থমকে যায়Crying
344852
০৭ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৬:৪২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : চাকরি ছাড়লে নিজেরে একই সাথে ডাংকি ও মাংকি বলে মনে হবে।
০৮ অক্টোবর ২০১৫ দুপুর ১২:০৩
286247
বাকপ্রবাস লিখেছেন : ২০০% সহমতCrying
344939
০৮ অক্টোবর ২০১৫ রাত ০২:২৯
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ডংকি জব, এই অর্থটি বুঝতে পারলাম নাহ্, অনুগ্রহ করে বুঝিয়ে বলবেন।




গাধার মতো খাটুনি ঘোড়ার মতো দৌঁড়
সারাটা দিন খেটে তবু মন পেলামনা তোর।
এটা করি ওটা করি টানি জীবনের ঘানি
ফুসরত নেই তেষ্টা পেলে দিলে দেব পানি।

আসলে জীবন এমনই....। মৃত্যুর আগপর্যন্ত এভাবেই কাটিয়ে দিতে হবে।

ধন্যবাদ।
০৮ অক্টোবর ২০১৫ দুপুর ১২:০৭
286248
বাকপ্রবাস লিখেছেন : খুবই ধন্যবাদ জানবেন, নিচে হতভাগা লিখে দিয়েছেন, যে কাজে আনন্দ নাই, বৈচিত্র নাই, উন্নতি নাই, বিরক্তিকর, হতাশাজনক, মর্জি ঠিক থাকেনা এমন টাইপ কাজ ড(হ)নকি জব বা ওয়ার্ক
344994
০৮ অক্টোবর ২০১৫ সকাল ১০:০৪
হতভাগা লিখেছেন :
Donkey job : work which is hard , repeatative & boring


Thankless , rewardless and criticisable also
০৮ অক্টোবর ২০১৫ দুপুর ১২:০৮
286249
বাকপ্রবাস লিখেছেন : খুবই ধন্যবাদ জানবেন আরো সুন্দর কিছু উদাহরণ দিয়ে এটাকে বুঝাতে সহজ করে দিয়েছেন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File