# ডংকি জব
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৭ অক্টোবর, ২০১৫, ০৫:৫৫:৫১ বিকাল
গাধার মতো খাটুনি ঘোড়ার মতো দৌঁড়
সারাটা দিন খেটে তবু মন পেলামনা তোর।
এটা করি ওটা করি টানি জীবনের ঘানি
ফুসরত নেই তেষ্টা পেলে দিলে দেব পানি।
ধ্যুর শালার কাজ হবেনা মরা ফুলের টব
ডংকি জব, ডংকি জব, ডংকি জব।।
দিন ফুরালে সন্ধ্যা নামে রাতে উঠে তারা
বাজার হাতে তখন আমার ঘরে ফেরার তাড়া।
রোজ রোজ একই নিয়ম চলছে বছর ভর
বিয়েশাদীর উৎকো খরচ মধ্য মাসের ডর।
ধ্যুর শালার চেন্জ হবেনা লেখা আছে সব
ডংকি জব, ডংকি জব, ডংকি জব।।
বছর শেষে নাই প্রমোশন বাড়েনা আর বেতন
কথায় কথায় উল্টো ঝারি নীতি কথার কেতন।
যেই কেরানী সেই কেরানী হয়না কিছুই বদল
তোষামোদীর চাকরী যাদের বাজায় কেবল বগল।
ধ্যুর শালার আর পারিনা ভাল্লাগেনা সব
ডংকি জব, ডংকি জব, ডংকি জব।।
বিষয়: বিবিধ
১০৬৭ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কথায় কথায় উল্টো ঝারি নীতি কথার কেতন।
যেই কেরানী সেই কেরানী হয়না কিছুই বদল
তোষামোদীর চাকরী যাদের বাজায় কেবল বগ...... ভালো লাগলো অনেক ধন্যবাদ
m/ m/ m/ m/ m/ m/ m/ m/ m/ m/ m/ m/
ফুল বেচেন
চারা বেচেন,
সাথে নিয়ে টব।।
দিলাম ছেড়ে
গেলাম তেড়ে
আবার থমকে যায়
গাধার মতো খাটুনি ঘোড়ার মতো দৌঁড়
সারাটা দিন খেটে তবু মন পেলামনা তোর।
এটা করি ওটা করি টানি জীবনের ঘানি
ফুসরত নেই তেষ্টা পেলে দিলে দেব পানি।
আসলে জীবন এমনই....। মৃত্যুর আগপর্যন্ত এভাবেই কাটিয়ে দিতে হবে।
ধন্যবাদ।
Thankless , rewardless and criticisable also
মন্তব্য করতে লগইন করুন