মৃত্যু আসলে কতদুর।

লিখেছেন লিখেছেন রিদওয়ান কবির সবুজ ০৭ অক্টোবর, ২০১৫, ০৬:২২:৫৮ সন্ধ্যা

উচ্ছল ছেলেটি সবারই চোখের মনি। ঈদের দুদিন পর বান্দরবন এর নীলগিরি রিসোর্টে মা আর আত্মিয় স্বজন সহ বেড়াতে গিয়েছিল সে। ফিরেও আসল সবাইর সাথে। ৪-৫ দিন পর হঠাত সকাল বেলা সবাই খবরটি শুনে বিশ্বাস করতে কষ্ট হল বটে। আট বছরের সেই ছোট্ট ছেলেটি চলে গেছে চিরদিন এর জন্য।

জোহর এর পর কবরে নামালাম বাচ্চাটিকে। চারপাশে তার বয়সি অনেকে। তার সহপাঠি বা খেলার সাথি তারা। তাদেরও কারো কারো হয়তো বোঝার ক্ষমতা হয়নি যে তাদের বন্ধু আর ফিরবে না। একটু পর বৃষ্টি নামল। বৃষ্টিতে ভিজতে ভিজতে রাজপথ দিয়ে হাটতে হাটতে অনুভব করলাম এই নশ্বর জিবনের জন্য কতই না আমাদের কৃতজ্ঞ থাকা উচিত।

সম্পুর্ন সুস্থ ছিল ছেলেটি তিনদিন আগে। রাত্রে হঠাত বুক ও পেট ব্যাথা। গ্যাস এর সমস্যা মনে করলেও বেশি হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। তখনই ধরা পরা আসলে প্রচন্ড হাই লেভেল এর জুভেনাইল ডায়াবেটিস এ ভুগছে সে। অথচ এর আগে এই ডায়াবেটিস এর কোন লক্ষন ই দেখা যায়নি তার মধ্যে। চিকিৎসকদের সকল চেষ্টা ব্যার্থ হলো। মহান আল্লাহতায়ালা তাকে তুলে নিলেন।

মৃত্যু আমাদের জিবনের একমাত্র সত্য। কখন সে আসবে কেউ জানেনা। তবু আমরা ভুলে যাই তাকে। যাকে নিয়ে সপ্ন দেখছে তার মা কিন্তু সেই সপ্ন থেকে যেন আর জাগার সুযোগ হলোনা। আমরাও এই নশ্বর পৃথিবিতে একটু সুখ আর নিরাপত্তার আশায় ভুলে যেতে চাই আল্লাহকে। তবুও জিবন কে আমরা উপভোগ করি। কিন্তু মৃত্যুকে যেন ভুল না যাই।

বিষয়: বিবিধ

১৪৫৬ বার পঠিত, ২৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

344853
০৭ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৬:৫১
মোহাম্মদ লোকমান লিখেছেন : মৃত্যুকে সর্বদা স্মরণে রাখতে পারার তাওফিক যেন আল্লাহ দান করেন।
০৭ অক্টোবর ২০১৫ রাত ০৯:৪৮
286161
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমিন। ধন্যবাদ সুন্দর মন্তব্যটির জন্য। আমরা তো এখন সেই বিষয়েই সবচেয়ে অচেতন।
344857
০৭ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৬:৫৯
নজরুল ইসলাম টিপু লিখেছেন : জীবন বড় কঠিন হয়ে দাঁড়ায়, যখন মানুষ অসুস্থ হয়। একদা আমি দির্ঘ পথ পরিভ্রমণ করতে পারতাম। আমার অভ্যাস আমাকে কৌতুহলী করে তুলত। শহর দেখার কৌতুহল নয়, গহীন কাননের অন্ধকার ভৌতিক পরিবেশ আমাকে অরন্যের মাঝে ডেকে নিত। অরণ্যে দেখার মাঝে তো গাড়ীর সুযোগ নাই, পা দুখানি একমাত্র ভরসা। অজু করতে গিয়ে সামান্য ব্যথা আমার জীবনে পাল্টে দেয়। আধা কিলোমিটার দূরত্ব আমার কাছে মত হত, কত লম্বা পথ!! যাক এখন অনেক সুস্থ।

মানুষের মুহূর্তের কোন ভরসা নাই। মিলিয়ন রগের মাঝে মাত্র একটি ছোট্ট রগ অকেজো হলেই সব শেষ। তবে শিশুদের মাঝে ডায়াবেটিস এটি একটি দুঃসংবাদ বটে। ভেজাল, রেডিয়েশন, বিষযুক্ত খাদ্য, দুষণের জন্য এসব দায়ী।

আল্লাহ তাকে জান্নাত নসীব করুন। আমীন।
০৭ অক্টোবর ২০১৫ রাত ০৯:৫১
286164
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমিন। সুন্দর মন্তব্যটির জন্য ধন্যবাদ। কঠিন বিপদের মানুষ মুকাবিলা করতে পারে। সেটা শারিরিক অসুস্থতা হলেও। কিন্তু মৃত্যু অমোঘ বিধান। এইটা নাকি একটি বিশেষ প্রকারের রোগ ছিল। তার ডায়াবেটিস টাই ধরা পড়েছে হসপিটালে নেওয়ার একদিন পর। ততক্ষনে অর্গান ফেলিউর হওয়া শুরু করেছে।
344871
০৭ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৭:১৯
শেখের পোলা লিখেছেন : আসলেই কঠিন সত্য হল মৃত্যু, বলা হয়েছে তা অতি নিকটে৷ এর পরও আমরা তাকে ভুলে থাকি৷ জীবনকে অনন্ত মনে করি৷অথচ কোন অসিলায় যে তার সমাপ্তি হবে কেউ জানিনা৷ বাচ্চাটির মা বাবা আত্ময়কে আল্লাহ ধৈর্য দিন৷ ইন্না লিল্লাহে---------রাজেউন৷
০৭ অক্টোবর ২০১৫ রাত ০৯:৫১
286165
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমিন। জিবন যেমন সত্য মৃত্যই জিবনের বড় সত্য। ধন্যবাদ শিক্ষনিয় মন্তব্যটির জন্য।
344899
০৭ অক্টোবর ২০১৫ রাত ০৯:৩৮
আফরা লিখেছেন : ওমা --- এক্কেবারে ভয় পেয়ে গেলাম । কিন্তু যতই ভয় পাই এর মুক্তি নাই যে কোন সময় মারা যেতে পারি তবু এত ভয় লাগে কেন !!

আল্লাহ তাকে জান্নাত নসীব করুন। আমীন।
০৭ অক্টোবর ২০১৫ রাত ০৯:৫২
286167
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মৃত্যুকে ভয় করে কি বাঁচা যাবে তার থেকে??
মৃত্যু চিন্তাই জিবন কে আনন্দময় রাখবে।
আমিন।
344907
০৭ অক্টোবর ২০১৫ রাত ১০:২২
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : আল্লাহপাক শিশুটিকে বেহেশতে স্থান দিন। খুব খারাপ লাগছে এই অকালমৃত্যুর জন্য। আল্লাহ পরকালে উত্তম পুরস্কার দিবেন নিশ্চয়ই শিশুটিকে। শিশুটি আপনার আত্মীয় হয় কি?

মৃত্যু সুনিশ্চিত একটি বিধান- এই বোধ মানুষের মাঝে জাগ্রত থাকলে পৃথিবী হতে পাপ অনেকটাই কমে যেত।
০৭ অক্টোবর ২০১৫ রাত ১০:৪৯
286169
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমিন।
জি আমার দূর সম্পর্কের আত্মিয় হয়। তার নানা কলেজ অধ্যাপক এবং আমার আব্বার সহকর্মি হওয়ার কারনে পারিবারিক ঘনিষ্টতা বেশি ছিল।
344923
০৮ অক্টোবর ২০১৫ রাত ১২:০৮
জ্ঞানের কথা লিখেছেন : মৃত্যু জুতার ফিতার চয়েও নিকটবর্তি। আমার পীর বলেছেন।
০৮ অক্টোবর ২০১৫ দুপুর ১২:১১
286251
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : যারা জুতা পরেনা তাদের জন্য কি হবে???
০৮ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৬:১২
286287
জ্ঞানের কথা লিখেছেন : তাদেরকে জুতা কিনে দিন; পড়তে না পাড়লেও একটু দেখে নিক সেটা কেমন।
০৮ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৬:৩৬
286289
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আপনার পির সাহেব এর প্রাপ্ত নযর থেকে কিছু দিন কিনে দেওয়ার জন্য।
০৮ অক্টোবর ২০১৫ রাত ১০:২২
286323
জ্ঞানের কথা লিখেছেন : তাহলে লাইনে দাড়ান। গামছা ধরে মুরীদ হতে হবে আগে। রাজি?
344925
০৮ অক্টোবর ২০১৫ রাত ১২:৩৩
আবু তাহের মিয়াজী লিখেছেন : আল্লাহ তাকে জান্নাত নসীব করুন। আমীন।
০৮ অক্টোবর ২০১৫ দুপুর ১২:১১
286253
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমিন। ধন্যবাদ।
344938
০৮ অক্টোবর ২০১৫ রাত ০২:২৪
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। ইন্নালিল্লাহি ওইন্না ইলাহী রাজীউন। মৃত্যু সবার জন্যই অবদারীত, আমরা আসলে বুঝতে চেষ্টা করিনা, নিজেদের সম্পদ নিজেরা নষ্ট করতেছি আমরা।

আমরা নগদ এ যা পাচ্ছি তা খেয়াল খুশিমতো নিচ্ছি....! কিন্তু যেটা নিজেকে দেয়ার সেটা দিচ্ছিনা। আল্লাহ আমাদের যা মেনে চলতে বলেছেন তা আমরা না মেনে তার বিপরীতে চলছি....! জানিনা আল্লাহ আমাদের ক্ষমা করেন কিনা!

ধন্যবাদ অবচেতন মনে ভুলে যাওয়া মৃত্যুর কাথা স্বরণ করিয়ে দেবার জন্য
০৮ অক্টোবর ২০১৫ দুপুর ১২:১২
286254
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ওয়ালাইকুমআসসালাম।
শিক্ষনিয় মন্তব্যটির জন্য অনেক ধন্যবাদ। মৃত্য আমাদের স্মরন করতে হবে
344947
০৮ অক্টোবর ২০১৫ রাত ০২:৫৯
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম .
মৃত্যু আলে অনেক নিকটে আমরা এই চিরসত্যকে ভুলে অনেক দূরে রাখি!

শুকরিয়া মনে করিয়ে দেয়ার জন্য!
০৮ অক্টোবর ২০১৫ দুপুর ১২:১৩
286255
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ওয়ালাইকুমআসসালাম। সুন্দর মন্তব্যটির জন্য ধন্যবাদ।
১০
344987
০৮ অক্টোবর ২০১৫ সকাল ০৯:০৯
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : শেখের পোলা লিখেছেন : আসলেই কঠিন সত্য হল মৃত্যু, বলা হয়েছে তা অতি নিকটে৷ এর পরও আমরা তাকে ভুলে থাকি৷ জীবনকে অনন্ত মনে করি৷অথচ কোন অসিলায় যে তার সমাপ্তি হবে কেউ জানিনা৷ বাচ্চাটির মা বাবা আত্ময়কে আল্লাহ ধৈর্য দিন৷ ইন্না লিল্লাহে---------রাজেউন৷
০৮ অক্টোবর ২০১৫ দুপুর ১২:১৩
286256
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমিন।
মৃত্যু একমাত্র সত্য যেটা থেকে রেহাই নাই।
১১
345750
১৫ অক্টোবর ২০১৫ সকাল ০৮:৪১
আওণ রাহ'বার লিখেছেন : মৃত্যুর চিন্তা যদি নিয়ম করে দিনে অন্তত একবার করতাম!?
আল্লাহ বাবুটিকে জান্নাত দান করেন। আমীন
১৫ অক্টোবর ২০১৫ সকাল ১০:৪৭
286894
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমিন।
মৃত্যুর চিন্তাই মানুষকে জিবনে সাবধান রাখে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File