# ভয়!
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ১২:০৩:৪৮ দুপুর
দরজাটা খোলাই থাকে ঢুকলেই ফের বন্ধ
তারপরে জানা নেই ভালো কিংবা মন্দ।
দরজাটা ডেকে চলে দেখে যা একবার
ইশারায় বলি ভাই সময় নেই দেখবার।
দরজাটা হেঁসে চলে দেখে ভয় লাগছে
এই বুঝি ঘাড়ে ধরে খিলটাকে মারছে।
দ্বন্দটা লেগে আছে আমি আর দরজায়
যতো বলি যাবোনা সে বলে আয় আয়।
বিষয়: বিবিধ
৬৭৮ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কোরাবানীতে দাওয়াত রইল মাংস খাবেন খালি
মন্তব্য করতে লগইন করুন