# গরু খাসির কথপোকথন
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২০ সেপ্টেম্বর, ২০১৫, ০১:৩৬:৪৯ দুপুর
গরু বলে খাসিরে
লাগে খাবার বাসিরে
দু'দিন বাদেই নিয়ে যাবে হাঁটে
খাসি বলে গরু ভাই
উপায়তো আর নাই
না'জানি কিনে কোন লাটে!
গরু বলে চল খাসি
গুতো মেরে দিই ঠাসি
ছিড়ে দড়ি যাব নাকি পালিয়ে
খাসি বলে হোক তায়
দড়ি খানা ছেড়া চায়
ঘাড়ের বলটা দেখি নাও ঝালিয়ে।
মুখে দিয়ে পাতাটা
নাড়ে খাসি মাথাটা
দড়িখানা ছিড়বেনা গরু ভাই
কপালে লিখা আছে
চল যায় খোদার কাছে
কোরবানীর রহস্যটা জানা চাই।
বিষয়: বিবিধ
১০১৮ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমি
আমাকে
আমি
আমি বলি বাকপ্রবাস ভাই
লেখালেখি আরো চাই
এত ভালো লিখেন কেমন করে
আমিও লিখিতে চাই
আপনার মত ভাই
বলুন এখন লিখে যাই কি করে।
এলো যখন নামি
ছড়াটা দেবে ধরা নিশ্চয়
ব্লগের পাতাতে
ভরে যাবে ছড়াতে
ছন্দেরা হবেনা নয় ছয়
কোথা আর যাবিরে,
শুয়েপড় রাত হল৷
ঘাস খড় যাই পাস,
চুপচাপ তাই খাস,
ভেগে কোথা যাবে বল৷
পুলিশ আর র্্যাব মিলেে,
দেশটা খেয়েছে গিলে,
ধরে দেবে হাজতে৷
কোরবাণী তবু ভাল,
শহীদী মরণ হল,
হাড় মাস লাগবে কাজেতে৷
পাঠা বলে হা হা হারে
আমার কত মজারে
মন্তব্য করতে লগইন করুন