অর্থনৈতিক সমৃদ্ধি ও উন্নয়নের মাধ্যমে শিশুমৃত্যু হ্রাসে জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২০ সেপ্টেম্বর, ২০১৫, ০৩:২৩:১৫ দুপুর
পাঁচ বছরের কম বয়সী শিশুর মৃত্যু হ্রাসে জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জন করেছে বাংলাদেশ। বিশ্বের মোট ১৯৫টি দেশের মধ্যে বাংলাদেশসহ মাত্র ৬২টি দেশ ২৫ বছরে জাতিসংঘ নির্ধারিত দুই-তৃতীয়াংশ শিশু মৃত্যুরোধে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হয়েছে। ১৯৯০ সালে বাংলাদেশে এক হাজার জীবিত শিশুর মধ্যে ৯১ জনের মৃত্যু হলেও ২০১৫ সালে এ সংখ্যা হ্রাস পেয়ে মাত্র ৪৩-এ নেমে এসেছে। বাংলাদেশ ডায়রিয়া প্রতিরোধ, চিকিৎসা ও টিকাদানসহ বিভিন্ন প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এ সাফল্য অর্জন করেছে। নারী ক্ষমতায়ন, শিক্ষা, অশিক্ষা দূরীকরণ ও সর্বোপরি দারিদ্র্য দূরীকরণের ফলে পরিবারগুলোতে সচেতনতা বেড়েছে। উল্লেখ্য যে, ১৯৯০ থেকে ২০০০ সালে মৃত্যুহার হ্রাসের শতকরা হার ছিল ১ দশমিক ৮ ভাগ। ২০০০ থেকে ২০১৫ সালে এ সংখ্যা বেড়ে ৩ দশমিক ৯ ভাগে উন্নীত হয়। অর্থনৈতিক সমৃদ্ধি ও উন্নয়নের মাধ্যমে গত ২৫ বছরে শিশুমৃত্যুর হার ৫ শতাংশ করে হ্রাস পেয়েছে বলে আশাবাদী বাংলার সুশীল সমাজ।
বিষয়: বিবিধ
১০০৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন