স্বপ্ন বিলাসী রানী স্বপ্নে কি দৈববাণী শুনেছেন?
লিখেছেন লিখেছেন আমি অরন্য ২০ সেপ্টেম্বর, ২০১৫, ০৩:২৬:১৬ দুপুর
সরকার বেশি দিন নেই, অচিরেই বিদায় হবে আমার কাছে খবর আছে। সরকার অচিরেই কীভাবে বিদায় হবে? সরকার পরিবর্তনের নিয়মতান্ত্রিক-গণতান্ত্রিক উপায় একটিই, সেটি হলো নির্বাচন। আর অন্য যেভাবে সরকার বিদায় হতে পারে, সেটা হলো গণবিপ্লব, গণ-অভ্যুত্থান। এ দুইটির কোনোটিই খুব সহসা হবে বলে কাণ্ড-জ্ঞান সম্পন্ন কোনো মানুষই মনে করছে না। তাহলে সরকার অচিরেই বিদায় হওয়ার খবরটি খালেদা জিয়ার কানে কে বা কারা দিল? তিনি স্বপ্নে দৈববাণী শুনেছেন? এর আগে সরকার পরিবর্তনের দিন-তারিখ খালেদা জিয়া একাধিকবার দিয়েছেন, তার ফলাফল সবারই জানা। দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দলের নেত্রী যদি বারবার এ রকম অনুমান নির্ভর হাস্যকর বক্তব্য দিতে থাকেন, তাহলে তার প্রতি মানুষের আস্থা-বিশ্বাস অটুট থাকে কী করে?
বিষয়: বিবিধ
৮৭০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন