ভ্যাটের উপর হিশু
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১১ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:৩৫:০১ রাত
কন্যা আমার উমায়রা
আসলো সেদিন সবে
শুনে চোখ ছানাবড়া
ভ্যাট দিতে হবে!!
অনেক বুঝালাম তাকে
সেতো! অনেক দেরী
তুমি যখন কলেজ যাবে
থাকবেনা ভ্যাটের ঝারি।
কান্না দিল জুড়ে
এটা কেমন কথা
এখন যারা দেবে
নেইকো মাথা ব্যথা!
ভাবলাম ঠিক তাইতো
বুঝল অবুঝ শিশু
ভ্যাটের কথা শুনলেই
দিচ্ছে করে হিশু।
বিষয়: বিবিধ
১১৩৫ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন